#মুজফ্ফরনগর: মারাত্মক দুর্ঘটনার কবলে বিয়েবাড়ির শোভাযাত্রা । নিমেষেই বিয়েবাড়ির সমস্ত আনন্দ পর্যবসিত হল নিরানন্দে । বিয়ে মানেই মানুষের মনে কত আশা-আকাঙ্খা, কত ভাললাগা । কিন্তু নিজেদের কোনও দোষ না থাকা সত্ত্বেও রক্তাক্ত ঘটনার সাক্ষী হতে হল । মৃত্যু, হাহাকার, শোক, আঘাত...কোনওটাই বাজ গেল না ।
গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর এলাকায় । হেমা ও অঙ্কুর নামের দুই যুবক-যুবতীর বিয়ে হচ্ছিল সেখানে । বিবাহ বাসরে যাওয়ার জন্য একটি গাড়িতে উঠেছিলেন হেমা । সঙ্গে ছিল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, ব্যান্ডপার্টি । ঠিক একই সময় বরকে নিয়ে বরযাত্রীও শোভাযাত্রা করে বিয়ের মণ্ডপে যাচ্ছিল । বারাতির সঙ্গে দেখা হয়ে যাওয়ায় হেমা হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে পড়েন । গাড়ির মধ্যে থেকেই তুমুল নাচ শুরু করে দেন তিনি ।
This dance could have been fatal - open sun-roofed car dancing Bride in UP's Muzaffarnagar has a narrow escape after a speeding vehicle hits Baraat on road leaving one dead and many injured @umeshpathaklive @Uppolice pic.twitter.com/hMmzhxTgsV
— Utkarsh Singh (@utkarshs88) February 17, 2021
বরযাত্রী আর কনেযাত্রীরা একসঙ্গে মিশে যান । একই সঙ্গে নাচতে শুরু করেন তাঁরা । রাস্তার একদম ধারে তাঁরা নাচাগানা করছিলেন । হঠাৎই একটা গাড়ি খুব দ্রুতগতিতে তাঁদের দিকে ছুটে আসে । কিছু বোঝার আগেই শোভাযাত্রার মধ্যে ঢুকে কয়েকজনকে ধাক্কা মেরে, আবার প্রবল গতিতে চলে যায় গাড়িটি । ঘটনাস্থলেই মারা যান পাত্র অঙ্কুরের এক তুতো-ভাই প্রমোদ, এ ছাড়াও আরও বহু মানুষ গুরুতর ভাবে জখম হন । সঙ্গে সঙ্গে সকলকে মেরঠের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
সে সময় বর-কনের শোভাযাত্রার ভিডিও করছিলেন অনেকেই । ফলে গোটা ঘটনাটি ধরা পড়ে যায় ভিডিওতে । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Bride, Uttar Pradesh