হোম /খবর /দেশ /
নাচতে নাচতে যাচ্ছিলেন নববধূ, দ্রুতগতিতে এসে পিষে দিয়ে গেল গাড়ি! ভাইরাল ভিডিও

নাচতে নাচতে যাচ্ছিলেন নববধূ, দ্রুতগতিতে ছুটে এসে পিষে দিয়ে গেল গাড়ি! ভাইরাল ভিডিও

কিছু বোঝার আগেই শোভাযাত্রার মধ্যে ঢুকে কয়েকজনকে ধাক্কা মেরে, আবার প্রবল গতিতে চলে যায় গাড়িটি । ঘটনাস্থলেই মারা যান এক জন ।Dancing bride narrowly escapes death as speeding car crushes others in wedding party, 1 killed

  • Last Updated :
  • Share this:

#মুজফ্ফ‌রনগর: মারাত্মক দুর্ঘটনার কবলে বিয়েবাড়ির শোভাযাত্রা । নিমেষেই বিয়েবাড়ির সমস্ত আনন্দ পর্যবসিত হল নিরানন্দে । বিয়ে মানেই মানুষের মনে কত আশা-আকাঙ্খা, কত ভাললাগা । কিন্তু নিজেদের কোনও দোষ না থাকা সত্ত্বেও রক্তাক্ত ঘটনার সাক্ষী হতে হল । মৃত্যু, হাহাকার, শোক, আঘাত...কোনওটাই বাজ গেল না ।

গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফ‌রনগর এলাকায় । হেমা ও অঙ্কুর নামের দুই যুবক-যুবতীর বিয়ে হচ্ছিল সেখানে । বিবাহ বাসরে যাওয়ার জন্য একটি গাড়িতে উঠেছিলেন হেমা । সঙ্গে ছিল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, ব্যান্ডপার্টি । ঠিক একই সময় বরকে নিয়ে বরযাত্রীও শোভাযাত্রা করে বিয়ের মণ্ডপে যাচ্ছিল । বারাতির সঙ্গে দেখা হয়ে যাওয়ায় হেমা হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে পড়েন । গাড়ির মধ্যে থেকেই তুমুল নাচ শুরু করে দেন তিনি ।

বরযাত্রী আর কনেযাত্রীরা একসঙ্গে মিশে যান । একই সঙ্গে নাচতে শুরু করেন তাঁরা । রাস্তার একদম ধারে তাঁরা নাচাগানা করছিলেন । হঠাৎই একটা গাড়ি খুব দ্রুতগতিতে তাঁদের দিকে ছুটে আসে । কিছু বোঝার আগেই শোভাযাত্রার মধ্যে ঢুকে কয়েকজনকে ধাক্কা মেরে, আবার প্রবল গতিতে চলে যায় গাড়িটি । ঘটনাস্থলেই মারা যান পাত্র অঙ্কুরের এক তুতো-ভাই প্রমোদ, এ ছাড়াও আরও বহু মানুষ গুরুতর ভাবে জখম হন । সঙ্গে সঙ্গে সকলকে মেরঠের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

সে সময় বর-কনের শোভাযাত্রার ভিডিও করছিলেন অনেকেই । ফলে গোটা ঘটনাটি ধরা পড়ে যায় ভিডিওতে । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় ।

Published by:Simli Raha
First published:

Tags: Accident, Bride, Uttar Pradesh