নিউ দিল্লি: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এই মামলার শুনানি ১১ এপ্রিল ধার্য করা হয়েছে। প্রচুর মামলার চাপ থাকায় আপাতত এই মামলা পিছিয়ে দেওয়া হয়েছে বলে খবর। প্রসঙ্গত, জানুয়ারি মাসেও এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময়ে প্রায় দুই মাস এই মামলা পিছিয়ে যায়।
আদালত সূত্রে খবর, রাজ্য সরকারের জমা করা হলফনামায় বেশ কিছু ভুল থাকার কারণেই জানুয়ারি মাসে মামলার দিন পিছিয়ে দেন বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ।
পাশাপাশি, রাজ্যের পক্ষ থেকে কোর্ট ফি সম্পূর্ণ জমা না হওয়ার কারণেও পিছিয়ে যায় শুনানি। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি দুই বিচারপতিকে আশ্বস্ত করে জানিয়েছিলেন, দ্রুত সংশোধিত হলফনামা জমা দেবে রাজ্য সরকার।
আরও পড়ুন, ঝাড়ুদারের জন্য ৪ লক্ষ, টাইপিস্ট ৭ লাখ! কোন পদে কত দামে চাকরি বেচতেন অয়ন?
আরও পড়ুন, দিঘাগামী বাসের সঙ্গে সংঘর্ষ, বাগনানে গাড়িতে ৩ ঘণ্টা আটকে তিন যাত্রীর দেহ
প্রসঙ্গত, ডিএ দেওয়া নিয়ে স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। কিন্তু স্যাটের রায়ই বহাল রেখেছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের এই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। এই দিন সেই মামলারই শুনানি ছিল শীর্ষ আদালতে। কিন্তু অন্য মামলার চাপ থাকায় আপাতত ডিএ মামলা পিছিয়ে গেল এপ্রিল মাসে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Supreme Court