Cyclone Maha: গুজরাত উপকূলে সম্ভবত আছড়ে পড়বে না 'মহা' ঘূর্ণিঝড়

Cyclone Maha: গুজরাত উপকূলে সম্ভবত আছড়ে পড়বে না 'মহা' ঘূর্ণিঝড়
মহা ঘূর্ণিঝড়ের অবস্থা

Cyclone Maha: 'মহা' এখনও পর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আরব সাগরের অবস্থান করছে৷ গুজরাতের উপকূলে পোরবন্দর থেকে ৪০০ কিমি দূরে রয়েছে৷

  • Share this:

#নয়াদিল্লি: ঘূর্ণিঝড় 'মহা' সম্ভবত গুজরাত উপকূলে আছড়ে পড়ছে না৷ 'মহা' ঘূর্ণিঝড় দুর্বল হয়ে আরব সাগরে নিম্নচাপে পরিণত হচ্ছে বৃহস্পতিবার সন্ধের মধ্যে৷ জানিয়েছে আবহাওয়া অফিস৷ ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রশাসন ও সাধারণ মানুষ৷

'মহা' এখনও পর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আরব সাগরের অবস্থান করছে৷ গুজরাতের উপকূলে পোরবন্দর থেকে ৪০০ কিমি দূরে রয়েছে৷ ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাতের মধ্যে গুজরাত উপকূলের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা ক্ষীণ৷ ৭ নভেম্বর সকালের মধ্যে নিম্নচাপের রূপ নিতে পারে৷

এর আগে আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল, 'মহা' ঘূর্ণিঝড় বৃহস্পতিবার সকালে গুজরাত উপকূলে আছড়ে পড়তে পারে৷ সেই মতো ব্যবস্থা নিয়েছিল প্রশাসন৷ তবে এখন ঘূর্ণিঝড়টি দুর্বল হচ্ছে৷ ফলে গুজরাত উপকূলে আছড়ে না পড়াই সম্ভাবনা রয়েছে৷ বৃহস্পতিবার সন্ধেয় এটি নিম্নচাপে রূপান্তরিত হবে৷ ফলে গুজরাত উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷

First published: November 6, 2019, 9:07 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर