Home /News /national /
শক্তি বাড়াচ্ছে আমফান, ঘণ্টায় ১৮০ কিমি বেগে আছড়ে পড়বে সাগরদ্বীপে !

শক্তি বাড়াচ্ছে আমফান, ঘণ্টায় ১৮০ কিমি বেগে আছড়ে পড়বে সাগরদ্বীপে !

করোনার তাণ্ডব এখনও চলছে ৷ তারই মধ্যে বাংলার আকাশে নতুন বিপদ আমফান ! মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধের পর থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আমফান ঘূর্ণিঝড় ৷

 • Share this:

  #কলকাতা: করোনার তাণ্ডব এখনও চলছে ৷ তারই মধ্যে বাংলার আকাশে নতুন বিপদ আমফান ! মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধের পর থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আমফান ঘূর্ণিঝড় ৷ তা এখন ধীরে ধীরে শক্তি বাড়িয়ে চলেছে ৷ তবে শুধুই শক্তি বাড়ানো নয়, আমফানের যাওয়া-আসার পথ হতে চলেছে এই বাংলা!

  মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ২০ তারিখ ভোরে স্থলভূমিতে আছড়ে পড়বে আমফান ঝড় ৷ তাই আগামী মঙ্গলবার থেকেই উপকূলবর্তী অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা৷ মৌসুম ভবন জানিয়েছে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি মূলত আছড়ে পড়বে সাগরদ্বীপে। বুধবার বিকালে সাগরদ্বীপের ওপর আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। সেসময় তার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার। ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের হাতিয়ারও। ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে ৷ প্রশাসনও তৎপর৷
  Published by:Akash Misra
  First published:

  Tags: Amphan, Bangladesh, Sagar island, West bengal

  পরবর্তী খবর