#নয়াদিল্লি: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী ও ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক অদ্ভুত সঙ্কল্প নিয়েছে ১০ বছরের খুদে, দিল্লির বাসিন্দা আরব ভরদ্বাজ। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর জন্য তার পরিকল্পনা এক বিশাল পথ সাইকেলে প্রদক্ষিণ করবে সে। যাত্রাপথ ঠিক হয়েছে মণিপুরের মৈরঙ জেলার আইএনএ মেমোরিয়াল থেকে দিল্লির ইন্ডিয়া গেট পর্যন্ত। আগামী ১৪ এপ্রিল এই যাত্রার সূত্রপাত হবে। ১৯৪৪ সালের এই দিনটিতেই মণিপুরে এসে পৌঁছেছিল আজাদ হিন্দ বাহিনী।
এই বছরই উত্তরপূর্বের এই রাজ্যে আইএনএ কমপ্লেক্স তৈরি হয়েছে যে খানে ওই অংশের সর্বোচ্চ স্থানে ভারতের পতাকা তোলা আছে। পাশাপাশি দিল্লিতেও ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের কাজ শেষ হয়েছে, সেখানে নেতাজির একটি হলোগ্রাম মূর্তিও স্থাপন করেছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন - IPL 2022: মশার কামড়ে ঘুমনো যেত না, এখন রাত কাটে পাঁচ তারায়, বদলে গেল মাঠের কর্মচারীদের জীবনআরবের মা-বাবা জানিয়েছেন, আরব ছোট থেকেই দেশভক্ত। অন্য পাঁচজন ছেলের থেকে সে অনেকটা আলাদা। ছোট থেকেই স্বাধীনতা সংগ্রামের গল্প, স্বাধীনতা সংগ্রামীদের কথা তাঁকে আকর্ষণ করে। সাইকেল চালাতেও ভীষণ ভালবাসে। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Freedom Fighter