• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ফেসবুকে চাকরির টোপ, ৬ লক্ষ টাকার প্রতারণা

ফেসবুকে চাকরির টোপ, ৬ লক্ষ টাকার প্রতারণা

Photo Collected

Photo Collected

 • Share this:

  #মুম্বই: ফেসবুকের মাধ্যমে বিদেশে চাকরির সুযোগ হাতছাড়া করতে চাননি ৩০ বছরের যুবক প্রদীপকুমার তনবর ৷ সঙ্গী হিসেবে পেয়ে যান ৩ বন্ধুকেও ৷ মুম্বইয়ের ৪ যুবক যোগাযোগ করেন সাইপ্রাস হোটেল এন্ড কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে ৷ এই নামেই ফেসবুকে ব্যবসা জমিয়েছিল প্রতারক ৷ দিল্লিতে অবস্থিত বলে দাবি এই কোম্পানিটির সঙ্গে ফেসবুকেই যোগাযোগ করেন প্রদীপকুমার ৷ তাকে ও তার বন্ধুদের সাইপ্রাসে চাকরির অফার দেওয়া হয় ৷ মাসিক প্রায় ৮০হাজার টাকা মাইনের কথাও জানিয়ে দেয় ওই ভুয়ো সংস্থা ৷ কিন্তু প্রাথমিক পর্বে তাদের কাছে আড়াই লাখ টাকা চাওয়া হয় ৷

  আরও পড়ুন ধনী দেশগুলির তুলনায় ভারতে 'হার্ট অপরেশনের' খরচ কয়েকগুণ বেশি, জানাচ্ছে সমীক্ষা

  মূলত ভিসা ও অন্যান্য খরচের কথা উল্লেখ করেই টাকা চাওয়া হয় ৷ তবে শেষমেষ প্রায় দেড় লাখে রাজি হয়ে যায় দু পক্ষই ৷ ৪ বন্ধু ৬ লাখ টাকা দিয়ে দেয় ভুয়ো সংস্থাকে ৷ যুবকদের বিশ্বাস অর্জনে নিজের পাসপোর্টের কপি যুবকদের পাঠায় প্রতারক ৷ পুরো টাকার লেনদেনই হয় অনলাইনে ৷ টাকা পেতেই  সব যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারক ৷ বেশ কিছুদিন অপেক্ষার পর প্রদীপকুমার ও তার ৩বন্ধু মুম্বইয়ের নির্মল নগর থানায় অভিযোগ দায়ের করে ৷  খোঁজ চলছে প্রতারকের ৷

  First published: