#নয়াদিল্লি : সুন্দর ছোট্ট ছোট্ট পশুদের ভিডিও সাধারণত খুবই জনপ্রিয় হয়৷ ছোট কুকুর ছানারা খেলা করছে৷ ছোট বিড়াল ছানারা মজা করছে৷ হাতি ছানারা খেলছে৷ এগুলো দেখলে মনটা ভালো হয়ে যায়৷ চাপের মুহূর্তের সব কিছু দূর করে দেয় এইধরণের ভিডিওগুলি৷ এই মুহূর্তে একটি ছোট গরুর ভিডিও নেটিজেনদের মন জিতে নিচ্ছে৷
সেই ভিডিওতে দেখা যাচ্ছে ছোট গরুটি নিজের মালিকের চারপাশে খেলা করে বেড়াচ্ছে৷ এই ৫০ সেকেন্ডের ভিডিওটি কয়েক মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে৷ পালকের চারপাশে গরুটি অত্যন্ত মজা করে খেলে ও ঘুরে বেড়াচ্ছে৷ গরুটির গলায় খুব সুন্দর ঘণ্টা বাঁধা রয়েছে৷ যখনই সে চলছে তখনই সেই ঘণ্টাটা ঠুনঠুন করে বাজছে৷
Baby Punganuru cow at home. Punganuru cows are an endangered species. Very pretty to look at. They grow to a height of 3-4 ft & weigh 150-200 kgs. They give 4-5 Lts of high fat milk per day. @ParveenKaswan @IfsJagan @SudhaRamenIFS @Dept_of_AHD #SundayVideo pic.twitter.com/DKGkWLKqvZ
— S. Rajiv Krishna (@RajivKrishnaS) February 14, 2021
একজন ট্যুইটার ব্যবহারকারী জানিয়েছেন, এই গরুটি একটি শিশু Punganuru৷ এরা বিলুপ্তপ্রায় প্রজাতির গরু৷ এদের উচ্চতা খুব বেশি হলে ৩-৪ ফুট হয়৷ ওজন হয় ১৫০ থেকে ২০০ কেজি৷ এটা দিনে ৪থেকে ৫ লিটার উচ্চ স্নেহ পদার্থ সম্পন্ন দুধ দেয়৷
দিন কয়েক আগে ওয়াশিংটন ডিসি-র Smithsonian’s National Zoo -র একটি ছোট ভিডিও প্রকাশ করেছিল৷ যেখানে দুটি পান্ডাকে খেলতে দেখা যাচ্ছিল৷ এক একটা পান্ডা বরফের ওপর দিয়ে স্লিপের মতো নামছিল৷ আর বারবার পড়ে যাচ্ছিল তাও ওঠার চেষ্টা করছিল৷
পশুপ্রাণীদের এই ধরণের ভিডিও মানুষ খুব ভালোবাসেন৷ আর কারণ এই ধরণের ভিডিওতে নির্মল আনন্দের খাজানা থাকে৷ তাই মানুষ নিজেদের স্ট্রেস ভুলে যেতে পারে৷ বিভিন্ন ধরণের রিসার্চেও এই কথা সামনে এসেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cow, Viral Video