#ভুবনেশ্বর: করোনা ভাইরাসকে কেমন দেখতে? গত দেড় বছরের বেশি সময় ধরে মারণ ভাইরাসের (Coronavirus) কাল্পনিক রূপের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিলেন বিশ্ববাসী৷ তার পরে কার্টুন, বেলুন, মুখোশে করোনা ভাইরাস নানা অবতারে ফুটিয়ে তোলা হয়েছে৷ কিন্তু ওড়িশার এক সাধারণ কৃষক কী ভাবে জানবেন যে তাঁর ক্ষেতের শসা (Cucumber) গাছে শেষ পর্যন্ত করোনা ভাইরাস ফলবে?
হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি৷ ওড়িশার নবরংপুর জেলার সাড়াগুড়া গ্রামে এক কৃষকের শসা ক্ষেতে এমনই এক অদ্ভুত দর্শন শসার খোঁজ মিলেছে৷ যে শসা আকারে, রূপে অবিকল করোনা ভাইরাসের মতোই দেখতে৷ করোনা ভাইরাসের কাল্পনিক রূপের মতোই তার গায়ে কাঁটা কাঁটা অংশও বেরিয়ে এসেছে৷
আরও পড়ুন:
নিজের ক্ষেতে এমন শসা দেখে প্রথমে চমকে উঠেছিলেন কৃষক চন্দ্র পূজারি৷ সোশ্যাল মিডিয়া এবং লোকমুখে এই শসার কথা চাউর হতেই সেটিকে দেখতে ভিড়ও জমতে থাকে৷ মজা করে অনেকেই একে করোনা শসা বলেও ডাকতে শুরু করেন৷
ঝাড়িগুড়া গ্রামের বাসিন্দা রবি কিরণ প্রথম ওই ক্ষেতের পাশ দিয়ে কাজে যাওয়ার সময় প্রথম এই অদ্ভূত দর্শন শসাটিকে লক্ষ্য করেন৷ শসাটির ছবি তুলে মজাচ্ছলেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি৷ তাঁর কথায়, 'সোশ্যাল মিডিয়ায় এই শসার ছবি শেয়ার করার পরই সেটি ভাইরাল হয়ে যায়৷ গায়ে কাঁটা কাঁটা দেওয়া করোনা ভাইরাসের মতো দেখতে এই শসাকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই৷'
কৃষি দফতরের স্থানীয় আধিকারিক রশিকান্ত সাহু বলেন, 'এটা হয়তো কোনও রোগের কারণে নয়৷ সম্ভবত শসাটির বীজে কোনও সমস্যা ছিল আর তা নাহলে আবহাওয়ার কারণে এমনটা হয়ে থাকতে পারে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Cucumber