Home /News /national /
#PulwamaAttack: শহিদ বাবার শেষযাত্রায় 'অমর রহে' ধ্বনি শুনে সংজ্ঞাহীন বড় মেয়ে

#PulwamaAttack: শহিদ বাবার শেষযাত্রায় 'অমর রহে' ধ্বনি শুনে সংজ্ঞাহীন বড় মেয়ে

 • Share this:

  #লখনউ: পুলওয়ামা হামলায় শহিদ হয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা প্রদীপ সিং যাদব। শেষকৃত্যের সময় 'অমর রহে' জয়ধ্বনিতে শেষ সম্মান জানান হচ্ছিল শহিদ জওয়ানকে কিন্তু এরই মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন তাঁর ১০ বছরের মেয়ে সুপ্রিয়া ।

  সুপ্রিয়াকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। সুপ্রিয়া ছাড়াও যাদবের আরও এক কন্যা রয়েছে । যদিও মাত্র আড়াই বছর বয়সী সেই বাচ্ছা মেয়েটি এখনও বুঝতে পারে নি যে বাবা আর ফিরবে না বাড়িতে ।

  মহারাজগঞ্জ, আগ্রা, মণিপুরি,উন্নাও, কানপুর দেহত ও চান্দৌলি- গতকাল সমগ্র উত্তরপ্রদেশ জুড়ে এই ছবিই ধরা পড়েছে সর্বত্র । পুলওয়ামা হামলায় শহিদ ৪২ জন জওয়ানের মধ্যে ১২ জনই ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা । নিহত জওয়ানদের শেষকৃত্যে উপস্থিত নেতা-মন্ত্রীদের কাছে শহিদদের পরিবারের একটাই দাবি ছিল-এই জঘন্য ও বর্বর হামলার নেপথ্যে যারা রয়েছেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

  First published:

  Tags: Daughter faints, Pradeep Singh Yadav, Pulwama Terror Attack, পুলওয়ামা

  পরবর্তী খবর