• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • জওয়ানদের নিতে অস্বীকার এয়ার ইন্ডিয়ার, বাধ্য হয়েই সড়কপথে ৭৮টি গাড়ির কনভয়

জওয়ানদের নিতে অস্বীকার এয়ার ইন্ডিয়ার, বাধ্য হয়েই সড়কপথে ৭৮টি গাড়ির কনভয়

 • Share this:

  #শ্রীনগর: প্রত্যেকটি হামলার পরই ঘটনার কাঁটাছেঁড়া হয়। উঠে আসে বিভিন্ন তথ্য। তবে পুলওয়ামায় জঙ্গি হানার পর ব্যর্থতার যে ছবি ধরা পড়েছে তা নজিরবিহীন। ঘটনায় ২৪ ঘণ্টার পর অবশেষে স্পষ্ট হল কীভাবে হামলার ঘটনা ঘটেছে?

  জম্মু থেকে ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে শ্রীনগরের দিকে এগোচ্ছিল কনভয়। ৭৮টি গাড়ির কনভয়ে ছিলেন ২৫৪৭ জওয়ান। যে কনভয়ের সামনে ছিল সিআরপির পাইলট ট্রাক। কেন এতবড় হামলা? এখানেই আসছে চাঞ্চল্যকর তথ্য। এয়ার ইন্ডিয়া সংস্থাকে বিমানে জওয়ানদের নিয়ে যেতে বলা হয়। এতজন জওয়ানকে বিমানে নিয়ে যেতে অস্বীকার করে এয়ার ইন্ডিয়া সংস্থা। স্বাভাবিকভাবেই বিশাল এই সিআরপি কনভয়কে জাতীয় সড়ক ধরেই এগোতে হয়। কাকাপুরা-লেলেহার লিঙ্ক রোড দিয়ে জাতীয় সড়রে ওঠে জঙ্গি গাড়িটি। কনভয়ের পাইলটকার গাড়িটিকে থামিয়ে দেয়। কনভয়ের ১-২টি গাড়ি ক্রস করার পর জঙ্গি গাড়িটি এসে ধাক্কা মারে কনভয়ের বাসে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণও ঘটানো হয়। যার জেরে বাসটি ছিটকে উঠে রাস্তার মাঝে ডিভাইডারে গিয়ে পড়ে

  যে গাড়ি বম্ব এই কাজে লাগানো হয়, সেটিও তৈরি করা হয়েছিল এসইউভির আউটার কভার খুলে ফেলা হয়। ২ প্যানেলের মাঠে আরডিএক্স ভরা হয়। এমনভাবে আরডিএক্স ভরায় গাড়িতে তল্লাশিতেও কিছু পাওয়া যাবে না। অথচ একশো থেকে দেড়শো কেজি আরডিএক্স আনয়াসে রাখা যায়। প্লাস্টিক এক্সপ্লোসিভ হওয়ায় মেটাল ডিটেক্টরে আরডিএক্স ধরা পড়ে না। শুধু ধাক্কা লাগলেই অবশ্য বিস্ফোরণ ঘটবে না। নির্দিষ্ট সার্কিট দিয়ে বিস্ফোরণ ঘটনো হয়। আর সেখানেই চরম গাফিলতি প্রকাশ্যে। ঘটনার আধঘণ্টার মধ্যেই অভিযুক্ত ফি্দায়ে জঙ্গির ভিডিও প্রকাশ্যে আসে। অথচ গোয়েন্দা বাহিনী কিছুই জানতে পারে না।

  অন্য ভিডিও দেখুন-

  First published: