• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • করোনার দিনে বাঁচার লড়াই , ফ্রি-তে মাস্ক বিলিয়ে রাতারাতি হিরো তিনি, দেখুন ভিডিও

করোনার দিনে বাঁচার লড়াই , ফ্রি-তে মাস্ক বিলিয়ে রাতারাতি হিরো তিনি, দেখুন ভিডিও

নেটাগরিকরা সেলাম জানাচ্ছেন তাঁকে৷

নেটাগরিকরা সেলাম জানাচ্ছেন তাঁকে৷

একটি সংবাদমাধ্যমকে নাদাফ জানান, ১০০টি মুখোশ কিনেছিলেন তিনি৷ তাঁর কথায়, ‘‘যাত্রীরা সুরক্ষিত থাকলে তবেই কর্পোরেশন বাঁচবে৷’’ এই কারণেই মাস্ক কেনা৷

 • Share this:

  #কর্ণাটক: করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে ভারতে৷ উপদ্রুত অঞ্চলগুলির মধ্যে অন্যতম কর্ণাটক৷ প্রথম মৃ্ত্যুটিও সেখানেই ঘটেছে৷ সরকারি তরফে নানা সতর্কতা তো নেওয়া হয়েছেই৷ এর মধ্যেই নেটাগরিকদের নজর কাড়ল এক বাস কন্ডাকটরের অভাবনীয় উদ্যোগ৷ কর্ণাটকের লোকাল বাসে করোনা ঠেকাতে, নিজের পকেটের পয়সা খরচ করেই মাস্ক বিলোচ্ছেন এইস কন্ডাকটার৷

  উত্তর কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কন্ডাকটর এমএল নাদাফ৷ শনিবার তাঁর বাসে ৭০ জন মত নিত্যযাত্রী উঠেছিল৷ ভাইরাল ভিডিওটিতে দেখা গেল তাঁদের প্রত্যেকের হাতে মাস্ক তুলে দিচ্ছেন তিনি৷

  দেখুন ভিডিওঃ

  একটি সংবাদমাধ্যমকে নাদাফ জানান, ১০০টি মুখোশ কিনেছিলেন তিনি৷ তাঁর কথায়, ‘‘যাত্রীরা সুরক্ষিত থাকলে তবেই কর্পোরেশন বাঁচবে৷’’ এই কারণেই মাস্ক কেনা৷ নাদাফের এই মানবিকতার প্রশংসা করছেন সব নেটাগরিকরা৷

  প্রসঙ্গত, করোনার জেরে কর্ণাটাকের গুলবর্গয় হাসপাতালে মারা যান এক বৃদ্ধ৷ তড়িঘড়ি সমস্ত স্কুল কলেজ সিনেমাহল বন্ধ করে দেওয়া হয়৷ জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়৷ যদিও সরকারি অফিসগুলি এখনও খোলা৷

  Published by:Arka Deb
  First published: