হোম /খবর /দেশ /
জোর করে শারীরিক সম্পর্কের চেষ্টা স্বামীর, রাগের মাথায় স্ত্রী কেটে দিল বিশেষ অঙ্গ

Crime: জোর করে শারীরিক সম্পর্কের চেষ্টা স্বামীর, রাগের মাথায় স্ত্রী কেটে দিল বিশেষ অঙ্গ

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতীকী ছবি

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতীকী ছবি

Crime: শেষে পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, এখন সেই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

  • Share this:

লখনউ: অভিযোগ, জোর করে শারীরিক সম্পর্কে স্থাপনের চেষ্টা করছিল স্বামী। স্ত্রী কোনওমতেই রাজি ছিল না। বিষয়টি ঘিরে দুজনের বচসা হয়। শেষে পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, এখন সেই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। কারণ, বচসার সময়ে স্ত্রী তার স্বামীর জিভ কেটে দিয়েছে।

ঘটনা উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে। জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক নিয়ে ঝগড়া হয়। এই বচসা এতটাই বেড়ে যায় যে স্বামীর জিভ কেটে নেয় স্ত্রী। স্বামীর অভিযোগের ভিত্তিতে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। লখনউয়ের ঠাকুরগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছে, তার স্বামী জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা করছিল। এতে রাজি ছিল না ওই মহিলা। তার দাবি, মা সম্প্রতি মারা গেছেন। এ কারণে খুব একটা ভাল অবস্থায় ছিল না সে। এছাড়া তার স্বাস্থ্যও ভাল ছিল না। মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত হওয়াতে স্বামীর আবদার সেই সময়ে মেটাতে পারেনি তিনি।

মহিলার অভিযোগ, বারবার প্রত্যাখ্যান করা পরে তার স্বামী জোর করে শারীরিক সম্পর্কের চেষ্টা করেছিল। এ সময় দুজনের মধ্যে ঝগড়া হয়। সেখান থেকে হাতাহাতি শুরু হয়। এর পরে মহিলা স্বামীর জিভ কেটে দেয়। স্বামীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামীর অভিযোগের ভিত্তিতে ঠাকুরগঞ্জ থানার পুলিশ ওই মহিলার বিরুদ্ধে ৩২৬ ধারায় মামলা দায়ের করেছে।

আরও পড়ুন, তিনটি নয়, দু'টি যুদ্ধ বিমান ভেঙে পড়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে! এক পাইলটের মৃত্য়ু

আরও পড়ুন, ত্রিপুরা রাখতে মরিয়া বিজেপি, প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীও! রয়েছে সংখ্যালঘু মুখ

স্থানীয় এডিসিপি চিরঞ্জীব নাথ সিনহা জানিয়েছেন, বিষয়টি গুরুতর। পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে, স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Crime, Crime News, Police, Uttar Pradesh