মধ্যপ্রদেশ: বরযাত্রীর যাওয়ার সময় নাচ ঘিরে রণক্ষেত্র মধ্যপ্রদেশের সিওনিতে। সেই নাচ নিয়ে গন্ডগোলের সূত্রপাত যা হাতাহাতির পর্যায় পৌছয়। সেই হাতাহাতিতে আহত এক যুবকের চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। ঘটনাটি আড়ি থানার অন্তর্গত বরিখুর্দ গ্রামের।
আরও পড়ুনঃ বিস্কুট মুখে দিতেই বেরোচ্ছে গলগল করে ধোঁয়া! চেখে দেখতে ভিড় জমাচ্ছে মানুষ!
সূত্রের খবর অনুসারে, সাহু সমাজের একটি বরযাত্রী মিছিল বারঘাট থানা এলাকার মানেগাঁও থেকে বরিখুর্দ গ্রামে যাচ্ছিল। সেইসময় ডিজে-তে নাচতে গিয়ে দুই যুবকের মধ্যে বচসা শুরু হয়। বরযাত্রীর যাওয়া শেষ হওয়ার পর উভয়ের মধ্যে তুমুল হাতাহাতি হয়। এ ঘটনায় গুরুতর আহত যোগেশ আগাস নামক এক ব্যক্তি। আহত যোগেশ আগাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত পালাতক অভিযুক্তরা।
ঘটনার পর পরমাণো গ্রামের শতাধিক গ্রামবাসী ও নিহতের পরিবারের সদস্যরা আড়ি থানায় পৌঁছে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এ ঘটনায় পাঁচ যুবকের জড়িত থাকার কথা জানিয়েছেন মৃতের পরিবারের লোকজন।
আরও পড়ুনঃ কী রয়েছে এই পেঁয়াজিতে! দোকান খুলতেই লাইন দিয়ে আসছেন ক্রেতারা, ফাঁস হল সিক্রেট
সিওনির পুলিশ সুপার (এসপি) রামজি শ্রীবাস্তব বলেছেন, ‘আড়ি থানার অন্তর্গত বোরিখুর্দ গ্রামে সাহু সমাজের বরযাত্রী যাওয়ার সময় সংঘর্ষে এক যুবকের মৃত ঘটছে। ডিজেতে নাচতে গিয়ে যুবকদের মধ্যে কথা কাটাকাটি হয় যা থেকে মারামারি শুরু হয়। এ ঘটনায় যোগেশ আগাসে নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নাগপুরে নিয়ে যাওয়ার সময় খাওয়ার কাছে তাঁর মৃত্যু হয়।’
ঘটনার খবর পেয়ে পুলিশ সন্দেহের ভিত্তিতে দুই যুবককে আটক করেছে। তবে অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের পরে পরিবারকে হস্তান্তর করে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhya Pradesh, Marriage