corona virus btn
corona virus btn
Loading

রাজস্থানে দুধের থেকে বেশি দামে বিকোচ্ছে গোমূত্র

রাজস্থানে দুধের থেকে বেশি দামে বিকোচ্ছে গোমূত্র
Photo Source : Collected

কথিত আছে গোরুর দুধে এক ফোঁটা চোনা সব কিছু শেষ করে দেয় ৷ অর্থাৎ গোরুর দুধে কোনও ভাবেই যেন গোমূত্র মিশে না যায় ৷

  • Share this:

#জয়পুর : কথিত আছে গোরুর দুধে এক ফোঁটা চোনা সব কিছু শেষ করে দেয় ৷ অর্থাৎ গোরুর দুধে কোনও ভাবেই যেন গোমূত্র মিশে না যায়  ৷ এবার সেই গোরুর দুধকেই টেক্কা দিচ্ছে গো মূত্র ৷ তাও আবার দামে ৷ এমনটাই এখন ট্রেন্ড রাজস্থানে ৷

রাজস্থানের সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য ৷ আর এরই জন্য গবাদি পশুপালকরা দুধের সঙ্গে গো মূত্র বিক্রিও শুরু করে দিয়েছেন জোরকদমে ৷ রাজস্থানের গির, থারপাকার এলাকার গবাদি পশুপালকরা উচ্চ শ্রেণীর গোরুর চোনা দারুণ মার্কেট পেয়েছেন ৷

এখন যেখানে গোরুর দুধ লিটার প্রতি দাম পাওয়া যাচ্ছে ২২ থেকে ২৫ টাকা ৷ সেখানে ভালো জাতের গো মূত্রের দাম লিটার প্রতি ৩০ টাকাও হচ্ছে ৷ আসলে গোমূত্র বিভিন্ন কাজে ব্যবহার হয় ৷

আরও পড়ুন - বাথরুমে কী করছেন ধোনি! দেখে নিন ভাইরাল ভিডিও

গোমূত্রের ধর্মীয় কারণে যেরকম বহুল প্রচলিত ব্যবহার রয়েছে, ঠিক তেমনিই কৃষি ক্ষেত্রেও এর চাহিদা ব্যাপক ৷ গোমূত্র খুব ভালো সার হিসেবে কাজ করে ৷ এখন আবার মানুষ রাসায়নিক সার থেকে জৈব সারের দিকে ঝুঁকছেন ৷ সেই কারণেই গোমূত্রের চাহিদা ক্রমবর্ধমান ৷

First published: July 24, 2018, 3:51 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर