নয়াদিল্লি: এর আগেও একাধিক অবস্থান থেকে ‘ভ্যালেন্টাইনস ডে’ পালনের বিরোধীতা করেছে বিভিন্ন সংগঠন৷ বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠন রাস্তায় নেমে এই বিশেষ দিন পালনের বিরোধিতা করেছে৷ এ বার সেই নিয়ে স্পষ্ট নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার৷ বলা হল, পাশ্চাত্য জীবনযাপন থেকে সরে এসে দেশীয় জীবন যাবনে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
এই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় পশু কল্যাণ বোর্ডের পক্ষ থেকে৷ কী করতে হবে সেই দিনে? বলা হয়েছে, ভ্যালেন্টাইনস ডে যেহেতু প্রেমের দিন, সেই কারণে গরুকে আলিঙ্গন করে সেই দিনটি পশু প্রেম দিবস হিসাবে পালন করা হবে৷ সেই কারণে গরুকে আলিঙ্গন করতে হবে৷ অর্থাৎ গরুকে আলিঙ্গন করে সেই প্রেমের দিনটি পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: সংসদে মোদি সরকারের তীব্র সমালোচনায় তৃণমূল, কথা বলতে দফায় দফায় বাধা মহুয়া মৈত্রকে
কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পাশ্চাত্য রীতি আমাদের নিজেদের রীতিকে ভুলিয়ে দিয়েছে’। সেই কারণেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ ভ্যালেন্টাইনস ডে- নিয়ে একাধিক গেরুয়া সংগঠনের আপত্তি বারবার দেখেছে দেশ৷
একাধিক রাজ্যে লাঠি নিয়ে রীতিমতো যুগলদের তুলে দিতেও উদ্যত হয়েছে অনেক সংগঠন৷ তাই নিয়ে বিতর্ক বারংবার বেড়েছে৷ এ বার সেই নিয়ে স্পষ্ট নির্দেশ দিল কেন্দ্রীয় পশুকল্যাণ বোর্ড৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Valentines Day 2023