হোম /খবর /দেশ /
দিল্লিতে করোনার দাপট, অমিত শাহের বিশেষ বৈঠকে তৈরি হল প্ল্যান !

দিল্লিতে করোনার দাপট, অমিত শাহের বিশেষ বৈঠকে তৈরি হল প্ল্যান !

দিল্লিতে করোনার দাপট বেড়েই চলেছে ৷ এই অবস্থায় স্বাভাবিকভাবেই চিন্তার রেখা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের কপালে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দিল্লিতে করোনার দাপট বেড়েই চলেছে ৷ এই অবস্থায় স্বাভাবিকভাবেই চিন্তার রেখা  কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের কপালে ৷ আর সেই বিষয়কেই গুরুত্ব দিয়েই রবিবার বিশেষ বৈঠকে বসলেন অমিত শাহ ৷ অমিত শাহের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও উপরাজ্যপাল অনিল বাইজল ৷

বৈঠকে অমিত শাহের গোটা আলোচনার বিষয়ই ছিল দিল্লির করোনার দাপট ৷ কীভাবে এই দাপটকে কমানো যায়, তা নিয়ে নানা পন্থা নেওয়া হয় এই বৈঠকে ৷ অমিত শাহের কথায়, ‘দিল্লিতে আরটি-পিসিআর টেস্ট আরও দ্বিগুণ করা হবে ৷ শুধু তাই নয়, আইসিএমআর-এর মোবাইল ভ্যানগুলোকে কয়েকটি বিশেষ স্থানে রাখা হবে ৷ ’এই বৈঠকে অমিত শাহ আরও বলে, করোনার কম উপসর্গ নিয়ে যারা অসুস্থ হয়েছেন, তাঁদের দিকেও বিশেষ নজর দেওয়া হবে ৷ এমনকী, বেশ কিছু হাসপাতালকে করোনা স্পেশাল হাসপাতাল হিসেবে পরিণত করা হবে ৷
এই বৈঠকে অংশ নিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দিল্লিতে সবচেয়ে বড় সমস্যা হলো, আইসিইউ বেড পাওয়া হাসপাতালে ৷ এই জন্য আইসিইউ-এর সংখ্যা বাড়ানো হলে চিকিৎসা আরও সুদৃঢ় হবে ’ সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই সময় সবাই একসঙ্গে কাজ করলে তবে সমস্যার সমাধান করা সহজ হবে ৷’
Published by:Akash Misra
First published:

Tags: Coronavirus