#নয়াদিল্লি: দিল্লিতে করোনার দাপট বেড়েই চলেছে ৷ এই অবস্থায় স্বাভাবিকভাবেই চিন্তার রেখা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের কপালে ৷ আর সেই বিষয়কেই গুরুত্ব দিয়েই রবিবার বিশেষ বৈঠকে বসলেন অমিত শাহ ৷ অমিত শাহের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও উপরাজ্যপাল অনিল বাইজল ৷
বৈঠকে অমিত শাহের গোটা আলোচনার বিষয়ই ছিল দিল্লির করোনার দাপট ৷ কীভাবে এই দাপটকে কমানো যায়, তা নিয়ে নানা পন্থা নেওয়া হয় এই বৈঠকে ৷ অমিত শাহের কথায়, ‘দিল্লিতে আরটি-পিসিআর টেস্ট আরও দ্বিগুণ করা হবে ৷ শুধু তাই নয়, আইসিএমআর-এর মোবাইল ভ্যানগুলোকে কয়েকটি বিশেষ স্থানে রাখা হবে ৷ ’The number of RT-PCR tests to be doubled in #Delhi. Mobile Testing Vans of ICMR and Health Ministry to be deployed at vulnerable spots. Few MCD hospitals to be converted into COVID dedicated hospitals for treatment of COVID patients with mild symptoms: Home Minister Amit Shah pic.twitter.com/zO5zpktmZe
— ANI (@ANI) November 15, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus