হোম /খবর /দেশ /
করোনার ভ্যাকসিন কত দূর? জানুন এক ক্লিকেই, অনলাইন পোর্টাল লঞ্চ করল কেন্দ্র

করোনার ভ্যাকসিন কত দূর? জানুন এক ক্লিকেই, অনলাইন পোর্টাল লঞ্চ করল কেন্দ্র

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, করোনা ভাইরাস অতিমারি নিয়ে অনলাইন পোর্টাল লঞ্চ করা হল৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে যাবতীয় তথ্য মিলবে এ বার এক ক্লিকেই৷ করোনা ভাইরাসের ভ্যাকসিন কতজনের উপরে ট্রায়াল করা হল, কবে আসতে পারে, সব তথ্য মিলবে এই পোর্টালে৷ সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, করোনা ভাইরাস অতিমারি নিয়ে অনলাইন পোর্টাল লঞ্চ করা হল৷ করোনার টিকা ও তার গবেষণা সম্পর্কিত যাবতীয় তথ্য যে কেউ এই অনলাইন পোর্টালে পেয়ে যাবেন৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে করোনার প্রথম ভ্যাকসিন আসতে চলেছে ২০২১ সালের প্রথমার্ধে৷ হর্ষ বর্ধনের কথায়, 'ভ্যাকসিন তৈরির গবেষণা পুরোদমে চলছে৷ দেশে বর্তমানে ৩টি সম্ভাব্য ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে৷ আমরা আশা করছি, ২০২১ সালের প্রথম তিন মাসেই ভ্যাকসিন পেয়ে যাবে দেশবাসী৷'

একই সঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর গত ১০০ বছরের টাইমলাইনও এদিন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আজ আইসিএমআর-এর ঐতিহাসিক দিন৷ আইসিএমআর-এর একশো বছরের টাইমলাইন প্রকাশ আমার কাছে বিশেষ সম্মানের৷ গবেষকদের অবদান অসামান্য৷ ভবিষ্যতের বিজ্ঞানীদের কাছে আইসিএমআর-এর বিজ্ঞানীরা উজ্জ্বল উদাহরণ৷'

ভারতের করোনা সংক্রমণের পরিমাণ ইতিমধ্যেই ৬০ লক্ষ পেরিয়ে গিয়েছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ১৭০ জন৷

গত মাসেই আইসিএমআর জানায়, ভারতে সময়ের অনেক আগেই করোনার ভ্যাকসিন চলে আসতে পারে৷ একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক বাড়ছে। দিন দিন আরও বেশি সংখ্যায় মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সুস্থতার হার বেশি হলেও বিপুল পরিমাণ সংক্রমণে আশঙ্কায় রয়েছে প্রশাসন। আর তার মধ্যেই আশার কথা শুনিয়েছে ICMR। তাঁদের দাবি, সময়ের আগেই ভারতে আসতে পারে করোনা ভাইরাসের ভ্যাকসিন। যেহেতু এই রোগের প্রকোপ অত্যন্ত বেশি এবং বিপুল সংখ্যায় মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন, তাই বিশেষ ভিত্তিতে করোনার ভ্যাকসিনে অনুমোদন দিতে পারে আইসিএমআর। একে আপৎকালীন ব্যবহারের অনুমতি দেওয়া বলা যেতে পারে। মানুষের প্রাণ বাঁচাতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Published by:Arindam Gupta
First published:

Tags: Coronavirus