#গুজরাত: গুজরাত সরকারের পরিকল্পনামাফিক, সে রাজ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে ৪টি ধাপে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বিজয় রুপানি জানান, প্রথম ধাপে থাকছেন স্বাস্থ্যকর্মীরা, দ্বিতীয় ধাপে করোনা যোদ্ধারা, তৃতীয় সারিতে পঞ্চাশোর্দ্ধ মানুষ এবং এরপর থাকছেন কোমরবিডিটি আছে এমন রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী ভাষায়, “সরকারি দফতরের সকলে এই কাজে নিযুক্ত রয়েছেন। যাঁদের টিকাকরণ প্রথমে হবে, এই মুহূর্তে তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ চলছে। ভ্যাকসিন এসে পৌঁছলেই সঠিক ভাবে যাতে বন্টন করা যায়, তার চেষ্টা করব আমরা।”
গত ৪ ডিসেম্বর, একটি সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত বিরোধী দলের নেতাদের জানিয়েছিলেন, “বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার টিকা প্রস্তুত হয়ে যাবে। বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই এদেশে টিকাকরণ শুরু হবে। স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধা এবং বর্ষীয়ান যে-সমস্ত মানুষ কঠিন অসুখে ভুগছেন, তাঁদের টিকাকরণ হবে শুরুতেই।”
Antara Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gujrat