#নয়াদিল্লি: দেশ জুড়ে চলছে করোনা ভাইরাসের টিকাকরণ। ধাপে ধাপে করোনা টিকা পাচ্ছেন সাধারণ মানুষ। এবার করোনা ভ্যাকসিনেশন ক্যাম্প খোলা হল সংসদ (Parliament) চত্বরেই। লোকসভা বুলেটিনে বলা হয়েছে, সাংসদদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা এখানে কাজ করবেন।সাংসদদের শারীরিক পরিস্থিতি বিচার করা পরেই ভ্যাকসিন দেওয়া হবে। ৯ই মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকে চালু হবে পার্লামেন্ট হাউস মেডিক্যাল সেন্টারে তৈরি করা করোনা টিকাকরণ ক্যাম্প । শনি রবি ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে সব দিনেই এখানে কাজ চলবে।
এদিকে কোভিড -১৯ (corona virus)-এর বিরুদ্ধে লড়াইয়ে ভারতে টিকাকরণের গতি আরও বৃদ্ধি পেতে শুরু করেছে। ভ্যাকসিনেশন কর্মসূচির ৪৯তম দিন শুক্রবার সন্ধ্যা সাতটা অবধি মোট ১০,৩৪,৬৭২ডোজ করোনার ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। এ পর্যন্ত সারা দেশে । ২ ০৬ কোটিরও বেশি কোভিড ভ্যাকসিন ডোজ প্রয়োগ করা হয়েছে। এই ধারাবাহিকতায় সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের টিকা দেওয়ার জন্য সংসদ ভবনের মেডিকেল সেন্টারে একটি কোভিড টিকা কেন্দ্র তৈরি করা হয়েছে।
ভ্যাকসিন প্রশাসনের জাতীয় বিশেষজ্ঞ গোষ্ঠী দ্বারা পরিচালিত অগ্রাধিকার অনুসারে, এমপি এবং তাদের পরিবারের সদস্যদের ৬০ বছরের বেশি বয়সী এবং ৯ মার্চ থেকে ৪৫-৬০ বছর ব্যক্তিদের টিকা দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সংসদ সদস্যদের সংসদ ভবনের মেডিকেল সেন্টারে টিকা দেওয়া হবে, এবং সংসদ সদস্যদের পরিবারগুলিকে টিকাদানের জন্য দুটি টিকাকরণ কেন্দ্র চালু করা হয়েছে। প্রথম সিজিএইচএস ডিসপেনসারিটি নর্থ অ্যাভিনিউ এবং দ্বিতীয় সিজিএইচএস ডিসপেনসারিটি দক্ষিণ অ্যাভিনিউতে তৈরি করা হয়েছে।
টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশনের পাশাপাশি সাংসদরা নিজ নিজ আসনগুলিতেও টিকা নিতে পারবেন। কেন্দ্রের পক্ষ থেকে কোভিড বুলেটিন অনুসারে অবশ্য কোভিড টিকা নেওয়া বা না নেওয়া সম্পূর্ণই সাংসদদের নিজের ইচ্ছাধীন। টিকা দেওয়ার জন্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য সংসদ সদস্যদের একটি ডেটা এন্ট্রি অপারেটর সুবিধাও দেওয়া হচ্ছে।