#নয়াদিল্লি: করোনার প্রকোপে বেড়েই চলেছে দেশে ৷ করোনায় আক্রান্তের সংখ্যায় এখন বিশ্বের মধ্যে ষষ্ঠ স্থানে ভারত৷ লকডাউন হালকা হওয়ার পর দেশের নানা রাজ্যে বেড়েই চলেছে মারণ ভাইরাস করোনার আক্রমণ ৷ এরই মাঝে ঠিক যেন স্বস্তির খবর নিয়ে এল এক গবেষণা ৷ ম্যাথামেটিক্যাল মডেলের সাহায্যে হওয়া এইগবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নাকি করোনা থেকে একেবারে মুক্তি পেতে চলেছে ভারত !
অনলাইন জার্নাল এপিডিমিওলজি ইন্টারন্যাশনালে প্রকাশিত হওয়া এই গবেষণাটি করেছেন ডক্টর অনিল কুমার Deputy director General (Public Health) এবং রুপালি রায় Deputy Assistant Director (Leprosy) DGHS in the health ministry ৷ Worldometers.info -এর থেকে পাওয়া গোটা বিশ্বের সংখ্যা নিয়েই এই গবেষণাপত্র তৈরি করা হয়েছে ৷
এই গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যখন আক্রান্তের সংখ্যা সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যার অনুপাত একই রেখায় থাকবে, তখন ধীরে ধীরে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে ৷ গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশের আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা এবং সুস্থ হয়ে যাওয়ার সংখ্যার দিকে নজর রাখলে, মোটামুটি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই সম্ভাবনার আশা করছেন গবেষকরা ৷
উত্তরোত্তর বাড়ছে দেশে করনো সংক্রমণের সংখ্যা ৷ যাতে লাগাম পড়ানো যাচ্ছে না৷ পঞ্চম লকডাউন বা যাকে আনলক প্রথম পর্ব বলা হচ্ছে, তাতে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্য৷ কিন্তু তার মধ্যেই প্রতি দিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে দেশ ৷ রবিবার যে রির্পোট সামনে এল তাতে জানান হল সর্বাধিক সংক্রমণের খবর ৷ ১ দিনে ৯৯৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন দেশে৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮৭জনের ৷ এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ২ লক্ষ ৪৬ হাজার ৬২৮ জন ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৪০৬ জন ৷ ১ লক্ষ ১৯ হাজার ২৯৩ জন সুস্থ হয়েছেন এবং মোট ৬৯২৯জনের মৃ্ত্যু হয়েছে৷
দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, এই মেট্রো শহরগুলিতেই করোনার বাড়বাড়ন্ত৷ দেশের প্রায় আধা সংক্রমণের সংখ্যা রয়েছে এই চার মেট্রো শহরে৷ শনিবার যা একধাক্কায় ১০ হাজারে পৌঁছে যায়৷ করোনার মৃত্যুর নিরিখেও এগিয়ে এই ৪ মেট্রো শহর৷ যা সব মিলিয়ে প্রায় ৭ হাজার ছুঁই ছুঁই৷ এর মধ্যে আহমেদাবাদ, ইনদওর, পুণেকে যুক্ত করলে প্রায় ৬০ শতাংশ করোনা আক্রান্তের সংখ্যা উঠে আসবে৷ অর্থাৎ দেশের ৬০ শতাংশ করোনা আক্রান্ত রয়েছেন এই সাত শহরেই৷ এবং একই ভাবে দেশের ৮০ শতাংশ করোনায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে এই শহরগুলি থেকেই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus