• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • লকডাউনে ভারতে আটকে পড়া ২০০ জন পাক নাগরিক দেশে ফিরলেন

লকডাউনে ভারতে আটকে পড়া ২০০ জন পাক নাগরিক দেশে ফিরলেন

Photo: Collected

Photo: Collected

এই লকডাউনের মধ্যে প্রথমবার মঙ্গলবারই আট্টারি-ওয়াঘা বর্ডার খুলে দেওয়া হয় ৷ প্রত্যেক পাক নাগরিককে মাস্ক পরে থাকতে দেখা যায় ৷

 • Share this:

  #নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে ভারতে আটকে পড়েছিলেন প্রায় ২০০ জন পাকিস্তানি নাগরিক ৷ প্রায় দু’মাস ধরে তাঁরা আটকে পড়েছিলেন এ দেশে ৷ লকডাউনে বর্ডার বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানে ফিরে যাওয়া সম্ভব হয়নি ৷ তাই অনেক সমস্যা নিয়েই ভারতে থেকে যেতে হয়েছিল তাদের ৷

  শেষপর্যন্ত মঙ্গলবার ওয়াঘা হয়ে সীমান্তের ওপারে যেতে সফল হলেন ওই আটকে পড়া পাকিস্তানি নাগরিকরা ৷ প্রাইভেট গাড়ি এবং বাসে চাপিয়েই তাদের সীমান্ত পেরোনোর অনুমতি দেয় বিএসএফ ৷ এই লকডাউনের মধ্যে প্রথমবার মঙ্গলবারই আট্টারি-ওয়াঘা বর্ডার খুলে দেওয়া হয় ৷ প্রত্যেক পাক নাগরিককে মাস্ক পরে থাকতে দেখা যায় ৷

  লাহোরের ৫৫ বছরের ওয়াহিদ খান নিজের পরিবারকে নিয়ে উত্তর প্রদেশে এসেছিলেন এক আত্মীয়ের বাড়িতে ৷ কিন্তু লকডাউনের জেরে সেখানেই আটকে যান তিনি এবং তাঁর পরিবার ৷ বাকিরাও এইভাবেই ভারতে কোনও না কোনও কাজে এসে আটকে পড়েছিলেন ৷ শেষপর্যন্ত সেনাবাহিনীর সাহায্যে নিজেদের দেশে ফিরে যেতে পেরে খুশি পাক নাগরিকরা ৷

  Published by:Siddhartha Sarkar
  First published: