#পুণে: আইপিএল চলাকালীন জলের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই একটা বড় সমস্যা মহারাষ্ট্রে চলে আসছে৷ এবারও সেই সমস্যার দরুণ কোর্টের দ্বারস্থ হয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন৷
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে পুণেতে যে আইপিএল ম্যাচ আয়োজন হবে তাতে কর্পোরেশনের জল ব্যবহার করা হবে না৷ তারা হাইকোর্টে জানিয়েছে ম্যাচের জন্য প্রয়োজনীয় জল পাবনা জলাধার থেকে ব্যবহার করা হবে৷
আসলে একটি জনস্বার্থ মামলায় জানতে চাওয়া হয় পুণেতে আয়োজিত আইপিএল ম্যাচ চলাকালীন কোথাকার জল ব্যবহার করা হবে৷ এরই উত্তরে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশান এই কথা জানিয়েছে৷৷
এদিকে এতেই সমস্যার শেষ নয়, এর প্রেক্ষিতে হাইকোর্ট জানিয়েছে পাবনার সঙ্গে তাদের যে সময়ের চুক্তি ছিল, সেই সময় পেরিয়ে গেছে৷ তাহলে কী করে ক্রিকেট ম্যাচ চলাকালীন তাদের থেকে জল নেবে এমসিএ৷ এর জবাবে এমসিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে এমসিএ ফের একবার চুক্তি পুণর্নবীকরণ করে নেবে৷ তাদের থেকে জল দেওয়ার বিষয়টিও তারা নিশ্চিত করে নেবে৷ এদিকে এইসব জল্পনা –র কথা বিশেষ শুনতে নারাজ কোর্ট৷ পুরো বিষয়টির নিষ্পত্তি করে হাইকোর্ট এমসিএ-কে দ্রুত হলফনামা জমা দিতে বলেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: High Court, IPL 11, IPL 2018, MCA