#নয়াদিল্লি: পার্ক, সিনেমা হল, কলেজ ক্যান্টিন, লিফটের মধ্যে এমনকী, মিউজিয়ামে ঘুরতে গিয়েও ফাঁক পেলেই বান্ধবীকে চুমু খাওয়ার সুযোগ নষ্ট করতে কেউই বিশেষ চান না ৷ অন্ধকারে বা ফাঁকা জায়গা দেখলেই একেবারে ‘চকাস’ শব্দে কাজ শুরু ৷ কিন্তু ওপেন প্লেসে চুমু খাওয়ার বিষয়টা এখন আর শুধু পার্কের নিরিবিলিতেই সীমাবদ্ধ নেই ৷ লোকাল ট্রেন-মেট্রো, বিমানে বসেও চলছে বিভিন্ন রকম ‘লাভ সিন’ ৷ মাঝে মধ্যে সেই দৃশ্যগুলি অশালীনতার মাত্রাও ছাড়িয়ে যাচ্ছে ৷
দিল্লির মেট্রোতে মাঝেমধ্যেই এমন ‘ওপেন কিসিং’ দৃশ্য দেখা যাচ্ছে ৷ কাপলরা কোনও কিছুতে পরোয়া না করে এখন ট্রেন যাত্রাতেও চুমুতে মেতেছেন ৷ এমন দৃশ্য দেখে সেটাকে মোবাইল ক্যামেরায় গোপনে বন্দী করে রাখার সুযোগও কেউ ছাড়েন না ৷ সোশ্যাল মিডিয়ায় এমন অশালীন দৃশ্যের ছবি ছড়ালেও কাপলরা সেইসব নিয়ে আদৌ চিন্তা করছেন কোথায় কি ? উত্তরটা হয়তো ‘না’ ৷ কারণ প্রকাশ্যে চুমু খেতে আমাদের দেশেও আর কেউ পিছপা হচ্ছেন না ৷ আর ক্যামেরাতে ভিডিও তোলা না হলেও ট্রেনের কামরায় থাকা সিসিটিভি ফুটেজে যাত্রীদের সব কুকীর্তির দৃশ্যই ধরা পড়ছে সহজে ৷ ভাগ্যিস আমাদের দেশে এখনও সেভাবে ‘কিসিং প্র্যাঙ্ক’ খেলা শুরু হয়নি ৷ নাহলে সেখানে অংশগ্রহণ করার মতো মানুষের অন্তত অভাব হবে না ৷ এমন দৃশ্য দেখলেই তা স্পষ্ট ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Couple Kissing In Metro, Delhi Metro, Delhi Metro Kissing, Metro Kissing, মেট্রোতে চুমু