হোম /খবর /দেশ /
শিক্ষায় দুর্নীতি : সংসদে বিক্ষোভ দেখিল বঙ্গ বিজেপির সংসদরা

শিক্ষায় দুর্নীতি : সংসদে বিক্ষোভ দেখিল বঙ্গ বিজেপির সংসদরা

বিজেপি সাংসদদের বিক্ষোভ

বিজেপি সাংসদদের বিক্ষোভ

Corruption in Education Sector: সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার বলেছেন, "গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন, এখানে শিল্প হচ্ছে। তবে  দুঃখের বিষয়, মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ টাকার বিনিময়ে নষ্ট করে মানুষকে ভুল বোঝাতে চাইছেন।"

  • Share this:

নয়াদিল্লি :  রাজ্যে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে সংসদে বিক্ষোভ করল বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সভা শুরুর আগে সংসদ ভবন চত্বরে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ করেন রাজ্য বিজেপি সাংসদরা। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার, জাতীয় সম্পাদক ও সাংসদ দিলীপ ঘোষ, সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। বিজেপি সাংসদরা স্লোগান দেন, "পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর।"

এদিনের বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, " রাজ্যে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বাংলার শিক্ষা ব্যবস্থা দুর্নীতিতে ভরে গিয়েছে। তার বিরুদ্ধেই আজ আমাদের এই কর্মসূচি।"  এদিন বিকেলে সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার বলেছেন, "মুখ্যমন্ত্রী বলেছেন, এখানে শিল্প হচ্ছে। তবে  দুঃখের বিষয়, মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ টাকার বিনিময়ে নষ্ট করে মানুষকে ভুল বোঝাতে চাইছেন।"

আরও পড়ুন -  Panchayat Elections 2023: কঠিন সময়, চ্যালেঞ্জ অনেক, পঞ্চায়েতের আগে আজ মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় 

তিনি আরও বলেন, "দুর্নীতির শিকার হয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছেন অনেকেই। এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। আজ সংসদে গান্ধিমূর্তির পাদদেশে চাকরি চুরির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছি। উচ্চমাধ্যমিক শেষ হলে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি নেবে বিজেপি।" তাঁর কথায়, " স্কুলে শিক্ষকতার জন্য সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের নোটিশ ইস্যু করেছিল রাজ্য সরকার। বিজেপির চাপে সরকার পিছু হটেছে।" পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গ তুলে সুকান্ত মজুমদার বলেন, "আধিকারিকদের ভোটে জেতার দায় থাকে না। ব্রাত্য বসু যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তখন বলেছিলে, তৃণমূলের চাকরি হবে।"

আরও পড়ুন -  Jalpaiguri News|| পরিকাঠামো, পড়ুয়ার অভাবে ধুঁকছে স্কুল! রাত নামলেই বসে মদের আসর

বিজেপির বিক্ষোভকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, "ব্যাপম কেলেঙ্কারি নিয়ে কেন তদন্ত হল না আগে বিজেপিকে তার জবাব দিতে হবে।" একইসঙ্গে সৌগত রায় বলেন, "আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার দুর্নীতি বরদাস্ত করে না। তবে তদন্তকারী সংস্থার যেন অপব্যবহার না হয় সেদিকেও নজর রাখা দরকার।" সেই জুলাই মাস থেকে প্রেসিডেন্সি জেল-ই ঠিকানা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। প্রত্যেকবার শুনানিতে বিচারকের কাছে জামিনের আবেদন করে ব্যর্থ হয়েছেন। সার হয়েছে অরণ্যে রোদন! শেষমেশ ফিরতে হয়েছে সেই জেলের সেলেই।  বৃহস্পতিবার ফের আলিপুর CBI আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যকে। এদিন আদালত চত্ত্বরে ঘনিষ্ঠদের পার্থ বলেন, ''আমি নিয়োগকর্তা নই। আমি মন্ত্রী ছিলাম। আমি কোনও বেআইনি কাজকে সমর্থন করিনি। করব না। বোর্ড চলে নিজস্ব আইন ও বিধি দ্বারা।''

RAJIB CHAKRABORTY

Published by:Debalina Datta
First published:

Tags: BJP, Dilip Ghosh