হোম /খবর /দেশ /
সমস্ত রেকর্ড ভেঙে চুরমার! গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ৭৪ হাজার

Coronavirus Update: সমস্ত রেকর্ড ভেঙে চুরমার! গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ৭৪ হাজার

দেশে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। পরপর ৪ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়াল

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে ভারত। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা ফের একবার ২ লক্ষ ছাড়াল ৷ এই নিয়ে পরপর ৪ দিন ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৪ হাজার ৭৪৪ জন। দেশে দৈনিক করোনা আক্রান্তে নয়া রেকর্ড। এই বৃদ্ধির জেরে করোনায় আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লক্ষ ৫৭ হাজার ৭৬৭। আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়েছে। বর্তমানে আমেরিকার থেকে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস৷ পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে৷

গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,৬২০ জনের। যা মার্চের শুরুতেও দেশের দৈনিক মৃত্যু থাকছিল ১০০-১৫০ ঘরে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৭৯৩ জনের। দেশে কোভিড আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১,২৯,৪৮,৮৪৮ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ২৩ হাজার ৮৭৭ জন। দেশে সুস্থতার হার ৮৬.৬ শতাংশ। আর এখনও পর্যন্ত টিকাকারণ হয়েছে ১২ কোটি ২৬ লক্ষ ২২ হাজার ৫৯০ জনের।

দেশের মধ্যে মহারাষ্ট্র, কেরল, দিল্লি এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লক্ষ ৩৯ হাজার ৩৩৮ আর মৃত্যু হয়েছে ৬০,৪৭৩ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৮,৬৩১ জন আর মৃত্যু হয়েছে ৫০৩ জনের। মহারাষ্ট্র জুড়ে ইতিমধ্যেই চালু হয়েছে রাত্রিকালীন কার্ফু। কেরলে আক্রান্ত ১২ লক্ষ ৩৯ হাজার ৪২৫ জন। মৃত্যু হয়েছে ৪,৯৩০। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৮,২৫৭ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ৬১ হাজার ৬৫ আর মৃত্যু হয়েছে ১৩,৩৫১ জনের। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ৯ লক্ষ ৬২ হাজার ৩৭ জন। মৃত্যু হয়েছে ৭,৪১০ জনের।

তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৯১ হাজার ৪৫১ আর মৃত্যু হয়েছে ১৩,১১৩ জনের। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৮ লক্ষ ৫৩ হাজার ৪৬০ জন। সেখানে মৃত্যু হয়েছে ১২,১২১ জনের। উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত ৮ লক্ষ ৫১ হাজার ৬২০ জন। মৃত্যু হয়েছে ৯,৮৩০ জনের। দেশের মধ্যে অষ্টম স্থানে পশ্চিমবঙ্গ, এখানে আক্রান্তের সংখ্যা ৬,৫৯,৯২৭ জন, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০,৫৬৮। গত ২৪ ঘণ্টায় ছত্তিশগড় করোনা আক্রান্তের সংখ্যা ১২,৩৪৫ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫,৪৪,৮৪০ আর মৃত্যু হয়েছে ৫,৯০৮ জনের।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Coronavirus, COVID-19, Death Toll, India