#নয়াদিল্লি: সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬,৩৮৭ জন। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ছাড়াল দেড় লক্ষ। এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৭৬৭ জন। বিশ্ব সংক্রমণের নিরিখে ভারত ১০ নম্বরে রয়েছে। দেশ জুড়ে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন ৪,৩৩৭। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৪২৫।
#IndiaFightsCorona:#COVID19 India UPDATE: Total Cases - 151767 Active Cases - 83004 Cured/Discharged- 64425 Deaths - 4337 Migrated - 1 as on May 27, 2020 till 8:00 AM pic.twitter.com/BpwiJk4X3q
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) May 27, 2020
রাজস্থানে সংক্রমিত হয়েছেন ৭,৫৩৬ জন। মৃত্যু হয়েছে ১৭০ জনের। মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছেন ৭,০২৪ জন। সেখানে মৃত্যু হয়েছে ৩০৫ জনের। উত্তরপ্রদেশে ৬,৫৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৭০ জনের। ২৬ মে পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,০০৯ জন। এর মধ্যে সক্রিয় আক্রান্ত ২,২৪০ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১,৪৮৬ জন। এ পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা ২১১ জন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus tally, COVID-19, Death Toll, India