#নয়াদিল্লি: করোনায় ভারতে মৃত্যু বাড়ছে৷ আক্রান্তও বাড়ছে৷ একই সঙ্গে যদি এই মহামারির ইতিবাচক দিকটির দিকে একটু নজর ঘোরান, তা হলে দেখবেন বহু মামনুষ সুস্থ হয়ে উঠছেন৷ সোমবার পর্যন্ত ভারতে ৯৫ জন করোনাকে হারিয়ে সুস্থ জীবনের পথে ফিরলেন৷ তাঁদের হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে৷ ভারতে যত করোনা ভাইরাসের রোগী রয়েছেন, তার মধ্যে ১০ শতাংশই সেরে উঠলেন৷
দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেল৷ মৃত্যুর সংখ্যা ছুঁয়ে ফেলল ২৭৷ দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসকে রুখতে এ বার সব রাজ্য ও জেলাগুলির সীমান্তও সিল করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার৷
শুধু দিল্লিতেই রবিবার নতুন করে ২৩ জনের শরীরে মারণ ভাইরাস মিলেছে৷ রাজধানীতে আক্রান্তের সংখ্যা ৭২৷ নয়ডা, মহারাষ্ট্র ও বিহারে করোনা ভাইরাস পজিটিভ কেস বেড়েই চলেছে৷
পশ্চিমবঙ্গেও রাতারাতি করোনা আক্রান্তের সংখ্যা ২১ ছুঁয়েছে।এবার আক্রান্ত প্রৌঢ় শেওড়াফুলির বাসিন্দা। শনিবার জ্বর নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিন রক্ত পরীক্ষার পরে তার শরীর করোনা পজিটিভ এসেছে। ওই আক্রান্ত প্রৌঢ়ের বয়েস ৫৯ বছর। তিনি সম্প্রতি দূর্গাপুর গিয়েছিলেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus in India