Coronavirus: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৫ !

Coronavirus: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৫ !

গোটা বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ হাজারের বেশি ৷

  • Share this:

#নয়াদিল্লি: গোটা বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ হাজারের বেশি ৷ অন্যদিকে গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭৫,৫৩৬ জন মানুষ ৷ চিনের সংখ্যাটা হল ৩,২১৩ আর অন্যদিকে ইতালিতে মৃত্যুর সংখ্যা ২,১৫৮ এবং আক্রান্তের সংখ্যা ২৮ হাজারের মতো ৷

আতঙ্ক রোজ বেড়েই চলেছে করোনা নিয়ে ৷ গোটা বিশ্বই প্রায় স্তব্দ হয়ে পড়েছে ৷ বিশ্বের বিভিন্ন দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ৷ অন্যদিকে ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১২৫ জন ৷ গতকালই হরিয়ানার এক মহিলা করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছে ৷ হরিয়ানায় এই ঘটনা প্রথম ৷ দেশের প্রায় সব রাজ্যেই বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ, সিনেমাহল, শপিং মল ৷ সামাজিক কোনও অনুষ্ঠান বা জমায়েতে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ৷ বহু রাজ্যেই বাতিল করা হয়েছে সামাজিক অনুষ্ঠান ৷ দেশের মধ্যে ও দেশের বাইরে ট্র্যাভেলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

First published: March 17, 2020, 10:29 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर