Home /News /national /
স্যানিটাইজার শেষ, গোমূত্র দিয়েই হাত ধোয়ানো হল ইস্কন মন্দিরের দর্শনার্থীদের !

স্যানিটাইজার শেষ, গোমূত্র দিয়েই হাত ধোয়ানো হল ইস্কন মন্দিরের দর্শনার্থীদের !

ঠিক এরই মাঝে মুম্বইয়ের ইস্কনের মন্দিরের এক ঘটনা সবাইকে হতবাক করেছে৷

 • Share this:

  #মুম্বই: ভারতে দ্রুত বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ যার মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে বলে খবর রয়েছে ৷ মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৭ ৷ ঠিক এরই মাঝে মুম্বইয়ের ইস্কনের মন্দিরের এক ঘটনা সবাইকে হতবাক করেছে৷

  খবর অনুযায়ী, মুম্বইয়ের ইস্কন মন্দিরে করোনা ভাইরাস থেকে বাঁচতে দর্শনার্থীদের হাত ধোয়ার জন্য স্যানিটাইজার ব্যবহার শুরু হয়েছিল ৷ কিন্তু গত ১৫ মার্চ অর্থাৎ গত রবিবার ইস্কন মন্দিরে স্যানিটাইজার শেষ হয়ে যায় ৷ আর তখনই দর্শনার্থীদের হাত ধোয়ার জন্য স্যানিটাইজারের পরিবর্তে গোমূত্র দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ৷

  গোটা ঘটনাটি নিজের ট্যুইটার প্রোফাইল শেয়ার করেন রাজু নায়ার নামে এক ব্যক্তি ৷ তিনি ট্যুইট করে লেখেন, ‘আমি বন্ধুর সঙ্গে ইস্কন মন্দিরে যাই মন্দিরে ঢোকার সময় আমার হাতে এক ধরনের স্প্রে দেওয়া হয় ৷ বিকট গন্ধ ছিল স্প্রের মধ্যে ৷ আমি জিজ্ঞেস করতেই আমাকে জানানো হয়, এটি গোমূত্র ! ’ এই ব্যক্তি ট্যুইটারে একটি ছবিও পোস্ট করেছেন ৷

  এই ঘটনা নিয়ে আপাতত তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ নেটিজেনরা অনেকেই ইস্কন কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলছেন ৷

  দেখুন সেই ট্যুইট-

  Published by:Akash Misra
  First published:

  Tags: Corona Virus, Mumbai

  পরবর্তী খবর