#নয়াদিল্লি: দিল্লিতে নতুন করে করোনা আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার সকালেই দিল্লির বাঙালি বাজারে একটি দোকানের মাথায় ৩৫ জন শ্রমিককে খুঁজে পায় পুলিশ। খবর চাউর হতেই সন্ত্রস্ত হয়ে উঠেছে এলাকাবাসী। পুলিশ তড়িঘড়ি গোটা বাজারটাই সিল করে দিয়েছে। এফআইআর দায়ের করা হয়েছে ওই বাঙালি দোকানদারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর ওই ৩৫ জনের মধ্যে ২জন ইতিমধ্যেই করোনা আক্রান্ত।
রাজধানীর কেন্দ্রেই এই বাঙালিবাজার। সেখানে এই বাঙালি পেস্ট্রির দোকানটি বেশ জনপ্রিয়ও। অভিযোগ লকডাউনের বাজারেও শ্রমিকদের অস্বাস্থ্যকর ভাবে রেখে দিয়েছেন ওই ব্যবসায়ী। ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে তাঁর নামে। ওই ব্যবসায়ী অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, এই শ্রমিকদের কোথাও যাওয়ার জায়গা নেই বলে তিনি থাকতে দিয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, দোকানের ছাদে খুব অস্বাস্থ্যকর পরিস্থিতিতে গাদাগাদি ভাবে থাকছিলেন শ্রমিকরা। কোনও সোশ্যাল ডিস্টেনসিংও ছিল না। ওই ৩৫ জন শ্রমিককে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে দু'জন শ্রমিকের দেহে করোনা পজিটিভও এসেছে।
ওই এলাকায় আনুমানিক ৩০০টি বাড়ি রয়েছে। প্রশাসনের তরফে অনুরোধ করা হয়েছ, কেউ যাতে বাড়ি থেকে না বের হয়। বাড়িতে অত্যাবশ্যকীয় পণ্য হোম ডেলিভারিরও ব্যবস্থা করা হয়েছে।
শেষ পাওয়া খবরে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৬৯। ২০টি জায়গা চিহ্নিত করা হয়েছে হটস্পট হিসেবে। রাস্তায় বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus