#নয়াদিল্লি:দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ৭৫৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফেই শনিবার সন্ধ্যায় এই তথ্য জানানো হয়েছে৷ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে৷ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৩০৭২৷ এখনও পর্যন্ত ২১৩ জন আক্রান্ত সুস্থ হয়ে গিয়েছেন৷ আক্রান্তদের মধ্যে ৬৫ জন বিদেশি নাগরিক রয়েছেন৷
দেশের মধ্যে এখনও পর্যন্ত সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের৷ সেখানে আক্রান্তের সংখ্যা ৪৯০৷ করোনাআক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ৯০, যা ভারতের মধ্যে সর্বাধিক৷ আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের পরেইরয়েছে দিল্লি৷ রাজধানীতে ৪৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৬ জনের৷ তামিলনাড়ুতেওআক্রান্ত সংখ্যা চারশো ছাড়িয়েছে৷ সেখানে আক্রান্তের সংখ্যা ৪১১৷ তবে দক্ষিণের রাজ্যটিতে এখনও পর্যন্ত ২
জনের মৃত্যু হয়েছে৷ মহারাষ্ট্রের পর সবথেকে বেশি মৃত্যু হয়েছে গুজরাতে৷ সেখানে করোনার বলি হয়েছেন দশজন৷তবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও দেশের মধ্যে মোট ২১৩জন করোনা আক্রান্ত এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন৷ এই পরিস্থিতিতে করোনা সংকট নিয়ে আলোচনা করতে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
Published by:Debamoy Ghosh
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।