#পুনে: ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া ক্রমশ বেড়েই চলেছে৷ এবার পুনেতে আরও দু' জনের শরীরে মিলল করোনা জীবাণু৷ এর ফলে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হলো ৪৬৷ মহারাষ্ট্রে এই প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগীর খোঁজ মিলল৷
জানা গিয়েছে, আক্রান্ত দু' জনেই সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন৷ আইসোলেশন ওয়ার্ডে রেখে তাঁদের চিকিৎসা শুরু হয়েছে৷ তবে আক্রান্ত দু' জনের অবস্থাই স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ আক্রান্তদের মধ্যে একজনের শরীরে কোভিড- ১৯-এর অল্প কিছু উপসর্গ মিলেছে৷ যদিও দ্বিতীয় রোগীর ক্ষেত্রে সেরকম কোনও উপসর্গ দেখা যায়নি৷
Manipur CM N. Biren Singh: In view of the possible threat of transmission of #Coronavirus / COVID-19, the international border with Myanmar has been closed including gate no 1 and 2 in Moreh until further orders. pic.twitter.com/KTNm69mTyp
— ANI (@ANI) March 10, 2020
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওই দম্পতি এ মাসেই দুবাই থেকে ফিরেছেন৷ বিমানবন্দর থেকে যে ট্যাক্সিতে তাঁরা ফিরেছিলেন, সেটিকেও চিহ্নিত করার চেষ্টা শুরু হয়েছে৷ পাশাপাশি যে দলটির সঙ্গে তাঁরা দুবাই থেকে ফিরেছেন, তাঁদের সবাইকে চিহ্নিত করে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন৷
External Affairs Ministers S Jaishankar: First batch of 58 Indian pilgrims being brought back from Iran. IAF C-17 Globemaster has taken off from Tehran & is expected to land soon in Hindon Air Force Station (in Ghaziabad). pic.twitter.com/Wcvms70fmU
— ANI (@ANI) March 10, 2020
সরকারের তরফে জানানো হয়েছে, ওই দম্পতির সঙ্গে আরও চল্লিশজন দুবাই বেড়াতে গিয়েছিলেন৷ তাঁদের সবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর৷ গত ১ মার্চ ওই দলটি দুবাই থেকে ফিরেছিল৷ তার কয়েকদিন পর থেকে ওই দম্পতির মধ্যে করোনা সংক্রমণের সামান্য কয়েকটি উপসর্গ দেখা দেয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।