#নয়াদিল্লি : এবার কী দিল্লিতেও করোনা ভাইরাস ৷ সম্ভাব্য করোনার জীবানু সংক্রমণ নিয়ে তিনজন ভর্তি হয়েছেন দিল্লির RML হাসপাতালে ৷ দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি হওয়া তিন জনের রক্তের স্যাম্পেল পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে ৷ ব্লাড স্যাম্পেল পাঠানো হয়েছে ন্যাশানাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল ফর টেস্টিং-এ ৷
জার্মানি ও শ্রীলঙ্কা নিজেদের প্রথম করোনা ভাইরাস সংক্রমণের কেসের কথা সরকারিভাবে জানিয়েছে ৷ জার্মানি নিজেদের নাগরিকদের অযথা চিন সফরে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ৷ জার্মানির দক্ষিণ বাভারিয়ান এলাকায় প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে পাওয়া গেছে ৷
শ্রীলঙ্কার প্রধান এপিডেমিলজিস্ট ও স্বাস্থমন্ত্রকের প্রধান জানিয়েচেন বছর চল্লিশের এক চিনা মহিলার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে ৷ গত সপ্তাহে চিনের হুবেই থেকে তিনি শ্রীলঙ্কা এসেছিলেন ৷
এদিকে চিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ ১৩০০ টি কেস রেজিস্ট্রার হয়েছে, মৃতের সংখ্যা ১০৬ ৷ চিনের বিভিন্ন জায়গায় মোট ৪০০০ কেস দেখা গেছে ৷ একদিন আগে কলকাতাতেও সম্ভাব্য করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে একজন বেলেঘাটা আইডি ভর্তি হয়েছিলেন ৷ যদিও সুখবর করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসেনি ৷
আরও পড়ুন - শরীরি পরিতৃপ্তি পেতে বাজারে নয়া রেঞ্জের সেক্স টয়, আনন্দ উপভোগের নতুন উপায় ‘এই’ ইলেকট্রিক খেলনাগুলি
এই রোগের ক্ষেত্রে প্রাথমিক লক্ষণগুলি হল নাক দিয়ে জল পড়া. গলায় সংক্রমন, মাথা ব্যাথা, জ্বর, কাশি , নিঃশ্বাস নিতে অসুবিধা, সার্বিকভাবে ভেঙে পড়া রোগ প্রতিরোধ ক্ষমতা ৷ এই রোগের এখনও অবধি কোনও ভ্যাকসিন নেই ৷ ফলে মানুষ থেকে মানুষের মধ্যে চট করে ছড়িয়ে যাচ্ছে এই রোগ ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, New Delhi