#বেঙ্গালুরু: করোনার সংক্রমণ কী ভয়ানক হতে পারে, তা বোধহয় যত দিন যাচ্ছে, তত আরও স্পষ্ট হচ্ছে। সম্প্রতি বেঙ্গালুরুর একটি ঘটনা সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে ৬৪ বছরের এক প্রৌঢ় রাস্তায় চলতে চলতেই হঠাৎ লুটিয়ে পড়েছেন মাটিতে। কয়েক মুহূর্তে তাঁর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, মৃত ওই ব্যক্তির দেহ রাস্তার ধারেই পড়ে রইল টানা তিন ঘণ্টা। তারপর এল অ্যাম্বুলেন্স।
মৃতের স্ত্রী জানিয়েছেন, করোনা পরীক্ষা করার পর তিনি প্রতিবেশীদের মধ্যে যাতে কোনওরকম ভীতি না তৈরি হয়, সেই কারণে নিঃশব্দে থাকতে বলেছিলেন স্ত্রীকে। তিনি নিজেই যাচ্ছিলেন হাসপাতালে। অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়েছিল, কিন্তু তিন ঘণ্টা পর অ্যাম্বুলেন্স এল, যখন সব শেষ। করোনা আক্রান্ত ওই ব্যক্তি সামান্য পথ চলতে গিয়েই মাটিতে পড়ে গিয়েছেন। তাঁর নিঃশ্বাস বন্ধ হয়েছে মৃত্যু হয়েছে তাঁরা।
বেঙ্গালুরু নগরপালিকার পক্ষ থেকে বলা হয়েছে, যোগাযোগের অভাবেই সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি। বেঙ্গালুরুতে বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে পরিস্থিতি যাতায়াতের পক্ষে অনুকুল নয়। যদিও, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাঁদের কঠিন শাস্তি দেওয়া হবে।