হোম /খবর /দেশ /
চিন থেকে ৩২৪ ভারতীয়কে নিয়ে এল এয়ার ইন্ডিয়ার 'জাম্বো' বিমান

Coronavirus Out Break: চিন থেকে ৩২৪ ভারতীয়কে নিয়ে এল এয়ার ইন্ডিয়ার 'জাম্বো' বিমান

এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান

এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান

ইতিমধ্যেই কেরলে একজনের দেহে করোনা ভাইরাস মিলেছে৷ তাই চিনের হুবেই প্রদেশ থেকে উড়িয়ে আনা এই ভারতীয়দের শরীরে করোনা আছে কি না তা পরীক্ষা করতে ভারতীয় সেনার তত্ত্বাবধানে বিশেষ ক্যাম্প তৈরি করা হয়েছে মানেসরে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: মারণ করোনা ভাইরাস মহামারির আকার নিচ্ছে চিনে৷ সব দেশের মতো ভারতও দেশের নাগরিকদের উদ্ধার করে ইউহান থেকে নিয়ে এল৷ এয়ার ইন্ডিয়ার জাম্বো B747 প্লেন ইউহান থেকে ৩২৪ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনল৷ আজ অর্থাত্‍ শনিবার সকাল সাড়ে ৭টায় ওই ৩২৪ জন ভারতীয় নাগরিক দেশের মাটিতে পৌঁছে গিয়েছেন৷ চিনে ভারতীয়দের উদ্ধার করে যাওয়া কেন্দ্রের দলে রাম মনোহর লোহিয়া হাসপাতালের ৫ জন ডাক্তারও ছিলেন৷ ছিলেন প্যারামেডিক্যাল স্টাফও৷

ইতিমধ্যেই কেরলে একজনের দেহে করোনা ভাইরাস মিলেছে৷ তাই চিনের হুবেই প্রদেশ থেকে উড়িয়ে আনা এই ভারতীয়দের শরীরে করোনা আছে কি না তা পরীক্ষা করতে ভারতীয় সেনার তত্ত্বাবধানে বিশেষ ক্যাম্প তৈরি করা হয়েছে মানেসরে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ৩টি বড় বিমান সংস্থা চিনে যাওয়ার সব বিমান বাতিল ঘোষণা করে দিয়েছে৷ আফগানিস্তান ও ইরাকে যে ট্র্যাভেল অ্যাডভাইজারি ঘোষণা করেছে মার্কিন প্রশাসন, একই পরামর্শ ঘোষণা করা হল চিনের ক্ষেত্রেও৷ চিনে যাওয়ার ব্যাপারে মার্কিন নাগরিকদের বিশেষ ভাবে সতর্ক করেছে হোয়াইট হাউস৷

ভারতীয় সেনার আধিকারিকরা জানিয়েছেন, চিন থেকে উদ্ধার করে আনা ভারতীয়দের প্রথমে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষা করা হচ্ছে৷ তারপর দিল্লি ক্যান্টনমেন্টে হাসপাতালে ফের পরীক্ষা করা হচ্ছে৷ কোনও ব্যক্তির সর্দি, জ্বর থাকলেই তাঁকে সরাসরি বিমানবন্দর থেকেই পাঠিয়ে দেওয়া হচ্ছে দিল্লি ক্যান্টনমেন্ট হাসপাতালে৷

ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, ফার্ন্স, ভারত-সহ ২০টি দেশ ইউহান থেকে তাদের নাগরিকদের উদ্ধার করে নিয়ে এসেছে৷ চিনে ৭০০-রো বেশি ভারতীয় ছাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য রয়েছেন৷

শনিবার পর্যন্ত চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৫৯৷ প্রায় ১২ হাজার মানুষ ওই মারণ ভাইরাসে আক্রান্ত৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনে স্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে৷

Published by:Arindam Gupta
First published:

Tags: China Virus, Coronavirus OutBreak