#নয়াদিল্লি: আরও ৫০৫টি নতুন করোনা ভাইরাস আক্রান্ত বাড়ল ভারতে৷ সব মিলিয়ে দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৩৷ বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্ত ৩ বাজার ৫৭৭ জন৷ করোনা ভাইরাস বাতাসে সক্রিয় কিনা, সেই উত্তরও জানাল ICMR৷
সরকারি হিসেবে দেশে মৃত্যুর সংখ্যা ৮৩ হলেও, একটি বহুল প্রচারিত সংবাদসংস্থা জানাচ্ছে, ভারতে মৃত্যুর সংখ্যা ১১০৷ মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৫৯৷ ৩০৬ জনের করোনা সেরে গিয়েছে৷ তাঁরা সুস্থ৷
Gujarat: Police personnel in Mahuva taluka of Surat district dressed up as '#Coronavirus' while appealing to people to stay at home and practice social distancing. 122 positive cases and 11 deaths due to the COVID-19 have been reported so far in the state. (05.04.2020) pic.twitter.com/3tQXUPX3dD
— ANI (@ANI) April 6, 2020
গোল বাঁধছে এখানেই৷ বিভিন্ন রাজ্যগুলিতে করোনা আক্রান্ত ও মৃ্ত্যুর সংখ্যার সঙ্গে কেন্দ্রের দেওয়া তথ্যের মধ্যে বিস্তর ফারাক৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রবিবার জানায়, ৭৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ ওই দিনই বিকেল ৪টেয় অতিরিক্ত সচিব লব আগরওয়াল জানান, ৪৭২ জনের শরীরে নতুন করে করোনা রয়েছে৷ শনিবার থেকে ১১ জনের মৃত্যু হয়েছে৷
নিজামুদ্দিন জামাতের বিষয়ে লব আগরওয়াল বলেন, 'যদি তবলিঘি জামাতের ঘটনা না ঘটত, রেটটা দ্বিগুণ হত না৷'
একইসঙ্গে ICMR জানিয়েছে, করোনা ভাইরাস বাতাসে সক্রিয়, এমন প্রমাণ মেলেনি৷ তাঁরা জানাচ্ছেন, 'আমাদের একটি বিষয় বুঝতে হবে, বিজ্ঞানের নানা গবেষণায়, কিছু মত পক্ষে মেলে, কিছু বিপক্ষে৷ কিন্তু আমাদের ব্যালেন্স রাখতে হবে, প্রমাণ্য নথির উপরেই৷ উদাহরণ হিসেবে বলা যায়, যদি করোনা এয়ারবর্ন হত, তা হলে একটি পরিবারে, যাঁরই করোনা থাকুক, তাঁর কাছাকাছি আসা প্রত্যেকের করোনা পজিটিভ হত৷ কোনও করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তি করলে, কাছাকাছি থাকা সব রোগীর শরীরে করোনা ধরা পড়ত৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Coronavirus in India