#পুলওয়ামা: ফের জঙ্গি হানায় উত্তপ্ত জম্মু-কাশ্মীর ৷ শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পুলিশ লাইনে হামলা চালায় জঙ্গিরা ৷ গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ১ পুলিশকর্মীর ৷ আহত হয়েছেন ছ’জন ৷
পুলিশ জানিয়েছে, তিনজন স্বশস্ত্র জঙ্গি ভোর সাড়ে চারটে নাগাদ পুলিশ লাইনে গুলি ছুড়তে শুরু করে ৷ সেই সময় পুলিশ লাইনে শ’খানেক জম্মু কাশ্মীর পুলিশ ও CRPF উপস্থিত ছিলেন ৷
পুলিশ বিল্ডিংয়ে প্রবেশ করে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন তারা ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক পুলিশকর্মীর ৷ ৩ CRPF পার্সোনেল-সহ আহত হয়েছে ছ’জন ৷
বিল্ডিংয়ের মধ্যে লুকিয়ে রয়েছে জঙ্গিরা ৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে ছে তারা ৷
ওই বিল্ডিং ও আশপাশের বিল্ডিং খালি করা হচ্ছে ৷ গুলির লড়াই চলছে দুই পক্ষের মধ্যে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Terrorist Attack In Pulawama, Terrorists Attack Police Building, Terrorists Attack Police Building In Kashmir