নয়াদিল্লি: আগামী ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। কারণ, ২৮ মে সাভারকরের জন্মবার্ষিকী। যদিও নতুন সংসদ ভবন উদ্বোধনের সঙ্গে এই দিনটির কোনও প্রাসঙ্গিকতা নেই বলে দাবি করেছেন বিরোধীরা।
মহাত্মা গান্ধির প্রপৌত্র তুষার গান্ধির মতে, নতুন সংসদ ভবনের উদ্বোধন হওয়া উচিত রাষ্ট্রপতির হাতে। তাঁর বক্তব্য, “২৮ মে সাভারকরের জম্মবার্ষিকিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর উচিত সংসদ ভবনের নাম রাখা সাভারকর সদন এবং সেন্ট্রাল হলের নাম রাখা উচি মাফি কক্ষ অর্থাৎ ক্ষমা চাওয়া কক্ষ।”
আরও পড়ুন: অভূতপূর্ব দৃশ্য! নরেন্দ্র মোদির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এই দেশের প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও
কংগ্রেস নেতা রাহুল গান্ধিও একই দাবি করেছেন। টুইটারে তিনি লিখেছেন, “নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত মাননীয়া রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রীর নয়।” দলের লোকসভার মুখ্য সচেতক মনিকাম টেগোর বলেছেন, ” নতুন সংসদ ভবনে বিরোধীদের মাইক কি চলবে, সেই প্রশ্নই আমরা জিজ্ঞেস করতে চাই। আশা করি, প্রধানমন্ত্রী বুঝতে পারবেন যে সংসদ ভবন গণতন্ত্রের মন্দির। তার অর্থ বিরোধীদের বলতে দেওয়া হবে এবং মাইক অন থাকবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, গত বাজেট অধিবেশনে বিরোধীদের বলতে দেওয়া হয়নি। মাইক বন্ধ করে দেওয়া হয়। সেই বিষয়টি নিয়েই কটাক্ষ করেছেন তিনি। নতুন সংসদ ভবনের মাথাতেই বসানো হয়েছে দেশের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। গত বছরের জুলাই মাসে তারই আবরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সাড়ে ৬ মিটার দীর্ঘ এই অশোক স্তম্ভ ৯৫০০ কেজি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে। সংসদ ভবনের সেন্ট্রাল ফয়ারের উপর বসবে এই অশোক স্তম্ভ। সংসদ ভবনের মাথার উপরে এত ভারী অশোক স্তম্ভ কার্যত নজিরবিহীন। এর জন্য আলাদা করে সাপোর্টিং স্ট্রাকচার বা সহায়ক পরিকাঠামো তৈরি করা হয়েছে। যে ইস্পাতের কাঠামোর উপর অশোক স্তম্ভটি বসানো হচ্ছে, তার ওজন ৬৫০০ কেজি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Congress, Narendra Modi