#নয়াদিল্লি: কাকতালীয় হলেও এ এক অবাক করার মতো ব্যাপার তো বটেই! ভারত, এই দেশের নাগরিকের অধিকার এবং এই দেশের সংবিধানের সঙ্গে বড় আশ্চর্য ভাবে জড়িয়ে গিয়েছে মাসের ২৬ নম্বর দিনটি! একটি আমাদের অতি সুপরিচিত জানুয়ারি মাসের ২৬ তারিখ, যা প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে প্রতি বছর। কিন্তু এ ছাড়াও ভারত, ভারতীয় নাগরিক এবং তার সংবিধানকে ঘিরে বছরের আরও একটি মাসের ২৬ নম্বর দিনটি উদযাপনের কেন্দ্রে থাকে। সেটি হল এই নভেম্বর মাসের ২৬ তারিখ। এই দিনটিকে বলা হয়ে থাকে সংবিধান দিবস। কেন, তা বোঝার লক্ষ্যে সরাসরি ভারতের সংবিধানের প্রস্তাবনা থেকে উদ্ধৃতি ব্যবহার করা অন্যায় হবে না!
এই জায়গায় এসে সংবিধানের প্রস্তাবনা অংশটি নিয়েও একটু আলোচনার প্রয়োজন রয়েছে। প্রস্তাবনা অর্থে সাধারণত আমরা কোনও কিছুর ভূমিকা বুঝে থাকি। সংবিধানের ক্ষেত্রেও এই অর্থের ব্যতিক্রম হবে না। বলা হয়ে থাকে যে, ভারতীয় সংবিধানের এই প্রস্তাবনা অংশটি পণ্ডিত জওহরলাল নেহরুর অবদান। ১৯৪৬ সালের ১৩ ডিসেম্বর গণপরিষদে তিনি এই দেশের সংবিধানের লক্ষ্য কী, সে বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। তারই সম্মার্জিত রূপ হল এই সংবিধানের প্রস্তাবনা। কী বলা হয়েছে এই অংশে?
“আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম