• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তেজ বাহাদুরের মৃত্যুর ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তেজ বাহাদুরের মৃত্যুর ভিডিও

বিএসএফ-এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তেজ বাহাদুরকে হত্যা করা হয়েছে ৷

বিএসএফ-এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তেজ বাহাদুরকে হত্যা করা হয়েছে ৷

বিএসএফ-এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তেজ বাহাদুরকে হত্যা করা হয়েছে ৷

 • Share this:

  #নয়াদিল্লি: এক টুকরো পোড়া রুটি ও নুন-হলুদ গোলা ডালের জল, সীমান্তে প্রহরারত সেনা জওয়ানদের নাকি পরিবেশন করা হয় এমনই নিম্নমানের খাবার ৷ লাইন অফ কন্ট্রোলে পাহারারত ২৯ ব্যাটেলিয়ানের কনস্টেবল তেজ বাহাদুরের পোস্ট করা ভিডিও লক্ষ লক্ষ শেয়ারে ভাইরাল ৷ ভিডিওতে তেজ বাহাদুর সেনা আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানান ৷ এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে ৷ ফের একবার শিরোনামে তেজ বাহাদুর ৷ সম্প্রতি তার আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ এই ভিডিও-য় তেজ বাহাদুর ‘মৃত’ বলে দাবি করা হয়েছে।

  বৃহস্পতিবার পাকিস্তান থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় ৷ এতে দাবি করা হয় বিএসএফ-এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তেজ বাহাদুরকে হত্যা করা হয়েছে ৷ তেজ বাহাদুরের মতো এক ব্যক্তির রক্তে মাখা ছবি আপলোড করার পর থেকেই তা নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ৷

  তবে বিএসএফ-এর তরফে এই ভিডিওটি মিথ্যে বলে দাবি করা হয়েছে ৷ তারা জানিয়েছে, তেজ বাহাদুর জম্মু-কাশ্মীরে রয়েছেন এবং একদম সুস্থ রয়েছেন ৷ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়েছে৷  জওয়ানদের মধ্যে বিভ্রান্তি ও দেশবাসীর মধ্যে সেনার ভাবমূর্তি নষ্ট করার জন্য এরকম করা হয়েছে বলে অনুমান সেনার ৷ এই ভিডিওটিকে গুরুত্ব না দেওয়ার কথা বলেছে ভারতীয় সেনা ৷

  First published: