corona virus btn
corona virus btn
Loading

অঙ্ক নিয়ে ভয়? এই নিয়ম চালু হলে অঙ্কে পাশ না করলেও সমস্যা হবে না

অঙ্ক নিয়ে ভয়? এই নিয়ম চালু হলে অঙ্কে পাশ না করলেও সমস্যা হবে না

অঙ্ক নিয়ে ভয়? এই নিয়ম চালু হলে অঙ্কে পাশ না করলেও সমস্যা হবে না

  • Share this:

#মু্ম্বই: ভূত বা অন্ধকার নয়, সমীক্ষা বলছে একটি ক্লাসের প্রায় ৭০ শতাংশ পড়ুয়াই ম্যাথস ফোবিয়ার শিকার ৷ বিশেষত অঙ্ক পরীক্ষার নাম শুনলে ঘেমে নেয়ে একসা হয়ে যায় অনেক ছোট ছোট ছাত্র ছাত্রী ৷ মাঝে মাঝে মনে হয় ইস এই অঙ্কটা না থাকলেই বোধহয় ভালো হত ৷ বাকি বিষয়ে ১০০ শতাংশ নম্বর পেলেও অঙ্কে কম হলে নিস্তার নেই ৷

অঙ্কভীতি বা অঙ্কে দুর্বলতার জন্য অনেকেই দশম শ্রেণীর পর পড়ার বিষয়ের তালিকা থেকে বাদ দেয় ম্যাথসকে ৷ পড়ুয়াদের অতিরিক্ত চাপ থেকে মুক্তি দিতে অঙ্ককে ঐচ্ছিক বিষয় করে দেওয়ার দাবী উঠেছে ৷ সম্প্রতি বম্বে হাইকোর্টে এক মামলার শুনানি চলাকালীন এমই প্রস্তাব উঠল ৷

হরিশ শেঠি নামে এক মনোবিদ বম্বে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন ৷ তিনি সেখানে উল্লেখ করেন অঙ্কের মতো বিষয়ে পাশ করতে না পেরে ক্লাসে উত্তীর্ণ হতে পারে না ৷ এর ফলে অনেকেই মাঝপথে পড়াশুনা ছেড়ে দেয় ৷ তাই অঙ্ককে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় যদি ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হয়, তাহলে হয়ত অনেক পড়ুয়ারই লাভ হবে ৷

এই মামলার শুনানিতে বিচারপতি ভিএম কানাড়ে ও এএম বদর বলেন, উচ্চশিক্ষায় অনেক কোর্সে বা স্ট্রিমে অঙ্ক বিষয়টির দরকার পড়ে না ৷ অঙ্ক না থাকলে অনেক পড়ুয়ারই রিপোর্ট কার্ড আরও উন্নত হতে পারে ৷

মামলার সওয়ালেই একটি তথ্য সামনে আসে ৷ ১৯৬০ সাল নাগাদ মহারাষ্ট্র রাজ্য বোর্ডে একটি নিয়ম চালু ছিল ৷ যেখানে অঙ্ক সহ অথবা অঙ্ক ছাড়া সাতটি বা আটটি বিষয়ে পাশ করলেই স্নাতক স্তরে ভর্তির সুযোগ পাওয়া যেত ৷ বিচারপতি কানাড়ে বলেন, এই প্রক্রিয়া কেন বন্ধ হয়ে গেল জানা নেই ৷ তবে এই নিয়ম ফিরিয়ে আনা যায় কিনা তা দেখতে বলে আদালত ৷

First published: June 21, 2017, 7:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर