হোম /খবর /দেশ /
দশমের বোর্ড পরীক্ষায় পাশ জোড়া মাথার যমজ বোন, ভবিষ্যতে কী হতে চায় বীণা-বাণী?

দশমের বোর্ড পরীক্ষায় পাশ জোড়া মাথার যমজ বোন, ভবিষ্যতে কী হতে চায় বীণা-বাণী? জেনে নিন

বীণা পেয়েছে ৯.৩ গ্রেড এবং ১০-এর মধ্যে বাণীর প্রাপ্ত নম্বর ৯.২ ৷ যা এককথায় দুর্দান্ত !

  • Last Updated :
  • Share this:

Story Inputs- PV Ramana Kumar

#হায়দরাবাদ: জোড়া মাথার যমজ বোন বীণা-বাণী... সেই জন্মলগ্ন থেকেই শুরু হয়েছে তাদের লড়াই... আজও লড়াই অব্যাহত! প্রথম লড়াই ছিল বেঁচে থাকার লড়াই...এখন লড়াই পড়াশোনার! দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় বসতে পারাটাই একসময় কঠিন হচ্ছিল তাদের ৷ পরীক্ষার রেজাল্ট বেরতেই মুখে হাসি বীণা ও বাণীর ৷ কারণ জীবনের প্রথম বড় পরীক্ষায় ভালভাবেই উতরে যেতে সফল দুই বোন ৷

দশমের বোর্ড পরীক্ষায় বসতে তাদের সমস্যা হয়েছিল কারণ তেলেঙ্গনার শিক্ষা দফতরের পক্ষে এই সিদ্ধান্তে আসা কঠিন হচ্ছিল যে বীণা ও বাণী-কে একজন পরীক্ষার্থী হিসেবে গণ্য করা হবে নাকি দু'জন আলাদা পরীক্ষার্থী? শেষপর্যন্ত সব বাধা টপকে দুই বোন আলাদা আলাদা পরীক্ষার্থী হিসেবেই পরীক্ষায় বসে ৷ এবং তাদের রেজাল্ট দেখে চমকে উঠেছে প্রত্যেকেই ৷

বীণা পেয়েছে ৯.৩ গ্রেড এবং ১০-এর মধ্যে বাণীর প্রাপ্ত নম্বর ৯.২ ৷ যা এককথায় দুর্দান্ত ! মধুরা নগরের পৃথিবী স্কুলে তাঁরা পরীক্ষা দিয়েছিল ৷ তিনটে পরীক্ষার পর করোনার জন্য বাকি পরীক্ষাগুলি বাতিল হয়ে যায় ৷ সম্প্রতি রেজাল্ট প্রকাশিত হয় ৷ এবং যে ক’টা পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থীরা ৷ তার উপর বিচার করেই ৫.৩৪ লক্ষ পরীক্ষার্থীদের GPA, গ্রেড প্রকাশিত হয় ৷ দুই মেয়ের পরীক্ষার দুর্দান্ত ফলাফলে স্বভাবতই খুশি তাদের পরিবার ৷ বীণা ও বাণীর বাবা চান, তাঁর মেয়েরা ভবিষ্যতে তথ্য-প্রযুক্তি সংস্থায় কাজ করুক ৷

২০০২ সালে, মেহবুবাবাদ জেলার বীরিসেট্টিগুদেম গ্রামের বাসিন্দা মুরালি ও নাগলক্ষ্মীর জীবনে আসে বীণা ও বাণী। জন্ম থেকেই হায়দরাবাদের নিলোফার হাসপাতালে তাদের চিকিৎসা চলছিল। ২০১৭ সালের জানুয়ারি মাসে তাদের নয়া ঠিকানা হয় সরকারি হোম, সেখানে বিশেষ প্রশীক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা দুই বোনের পড়াশোনার দায়িত্ব নেন। বীণা-বাণীর মা-বাবা চেয়েছিলেন অপারেশনের মাধ্যমে ওদের দু'জনকে আলাদা করতে, কিন্তু চিকিৎসকেরা জানান, তা বিপজ্জনক হতে পরে। ডাক্তারি ভাষায় বীণা-বাণীর পরিস্থিতিকে বলে ' ক্র্যানিপ্যাগাস', অর্থাৎ দুটি ভিন্ন শরীর মাথায় জোড়া। লন্ডন ও সিঙ্গাপুরের চিকিৎসকেরা নানা সময়ে বীণা-বাণীকে পরীক্ষা করেছেন, তাঁদের মতে এই অপারেশন অত্যন্ত খরচসাপেক্ষ, প্রায় ১০কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Conjoined twins, Veena and Vani