Story Inputs- PV Ramana Kumar
#হায়দরাবাদ: জোড়া মাথার যমজ বোন বীণা-বাণী... সেই জন্মলগ্ন থেকেই শুরু হয়েছে তাদের লড়াই... আজও লড়াই অব্যাহত! প্রথম লড়াই ছিল বেঁচে থাকার লড়াই...এখন লড়াই পড়াশোনার! দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় বসতে পারাটাই একসময় কঠিন হচ্ছিল তাদের ৷ পরীক্ষার রেজাল্ট বেরতেই মুখে হাসি বীণা ও বাণীর ৷ কারণ জীবনের প্রথম বড় পরীক্ষায় ভালভাবেই উতরে যেতে সফল দুই বোন ৷
দশমের বোর্ড পরীক্ষায় বসতে তাদের সমস্যা হয়েছিল কারণ তেলেঙ্গনার শিক্ষা দফতরের পক্ষে এই সিদ্ধান্তে আসা কঠিন হচ্ছিল যে বীণা ও বাণী-কে একজন পরীক্ষার্থী হিসেবে গণ্য করা হবে নাকি দু'জন আলাদা পরীক্ষার্থী? শেষপর্যন্ত সব বাধা টপকে দুই বোন আলাদা আলাদা পরীক্ষার্থী হিসেবেই পরীক্ষায় বসে ৷ এবং তাদের রেজাল্ট দেখে চমকে উঠেছে প্রত্যেকেই ৷
বীণা পেয়েছে ৯.৩ গ্রেড এবং ১০-এর মধ্যে বাণীর প্রাপ্ত নম্বর ৯.২ ৷ যা এককথায় দুর্দান্ত ! মধুরা নগরের পৃথিবী স্কুলে তাঁরা পরীক্ষা দিয়েছিল ৷ তিনটে পরীক্ষার পর করোনার জন্য বাকি পরীক্ষাগুলি বাতিল হয়ে যায় ৷ সম্প্রতি রেজাল্ট প্রকাশিত হয় ৷ এবং যে ক’টা পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থীরা ৷ তার উপর বিচার করেই ৫.৩৪ লক্ষ পরীক্ষার্থীদের GPA, গ্রেড প্রকাশিত হয় ৷ দুই মেয়ের পরীক্ষার দুর্দান্ত ফলাফলে স্বভাবতই খুশি তাদের পরিবার ৷ বীণা ও বাণীর বাবা চান, তাঁর মেয়েরা ভবিষ্যতে তথ্য-প্রযুক্তি সংস্থায় কাজ করুক ৷
২০০২ সালে, মেহবুবাবাদ জেলার বীরিসেট্টিগুদেম গ্রামের বাসিন্দা মুরালি ও নাগলক্ষ্মীর জীবনে আসে বীণা ও বাণী। জন্ম থেকেই হায়দরাবাদের নিলোফার হাসপাতালে তাদের চিকিৎসা চলছিল। ২০১৭ সালের জানুয়ারি মাসে তাদের নয়া ঠিকানা হয় সরকারি হোম, সেখানে বিশেষ প্রশীক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা দুই বোনের পড়াশোনার দায়িত্ব নেন। বীণা-বাণীর মা-বাবা চেয়েছিলেন অপারেশনের মাধ্যমে ওদের দু'জনকে আলাদা করতে, কিন্তু চিকিৎসকেরা জানান, তা বিপজ্জনক হতে পরে। ডাক্তারি ভাষায় বীণা-বাণীর পরিস্থিতিকে বলে ' ক্র্যানিপ্যাগাস', অর্থাৎ দুটি ভিন্ন শরীর মাথায় জোড়া। লন্ডন ও সিঙ্গাপুরের চিকিৎসকেরা নানা সময়ে বীণা-বাণীকে পরীক্ষা করেছেন, তাঁদের মতে এই অপারেশন অত্যন্ত খরচসাপেক্ষ, প্রায় ১০কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Conjoined twins, Veena and Vani