#নয়াদিল্লি: আজ কংগ্রেসের কার্যনিবাহী বৈঠকেই চূড়ান্ত হতে চলেছে কংগ্রেসের পরবর্তী সভাপতির নাম । এই মুহূর্তে উপস্থিত হয়েছেন UPA চেয়ারপার্সন সোনিয়া গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি । বৈঠকে শেষপর্যন্ত উপস্থিত হয়েছেন রাহুল গান্ধি ।
#Delhi: UPA Chairperson Sonia Gandhi and Priyanka Gandhi Vadra arrive at All India Congress Committee (AICC) office for Congress Working Committee (CWC) meeting. pic.twitter.com/iTKsqHtTaP
— ANI (@ANI) August 10, 2019
সপ্তদশ লোকসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধি । দলের তরফ থেকে সাময়িকভাবে তা গ্রহণ না করা হলেও সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট এই পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাহুল গান্ধি ।