corona virus btn
corona virus btn
Loading

জিএসটি-র বিজ্ঞাপনে অভিনয় করে কংগ্রেসের বিরোধিতার মুখে অমিতাভ

জিএসটি-র বিজ্ঞাপনে অভিনয় করে কংগ্রেসের বিরোধিতার মুখে অমিতাভ

জিএসটি-র বিজ্ঞাপনে কেন রয়েছেন অমিতাভ ? বুধবার এই অভিযোগেই অমিতাভকে একহাত নিল কংগ্রেস৷

  • Share this:

#নয়াদিল্লি: জিএসটি-র বিজ্ঞাপনে কেন রয়েছেন অমিতাভ ? বুধবার এই অভিযোগেই অমিতাভকে একহাত নিল কংগ্রেস৷ কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের কথায়, ‘অমিতাভ বচ্চন একজন সুবুদ্ধিসম্পন্ন ব্যক্তি ৷ আমাদের দেশের গর্ব ৷ তাঁর বিজেপি-র সব কটা প্রকল্প, বিজ্ঞাপনে অংশ নেওয়ার কি দরকার ৷ এর ফলে তো তিনি নিজেও ইমেজ নষ্ট করছেন ৷ ’

সূত্রের খবর অনুযায়ী, অমিতাভ জিএসটি-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নয় ৷ এমনকী, এই বিজ্ঞাপনের জন্য কোনও পারিশ্রমিকও নেননি তিনি ৷

বিরোধীদের বিরোধিতা থাকা সত্ত্বেও অবশেষে চূড়ান্ত হয়ে গেল জিএসটি ৷ আগামী ১ জুলাই থেকেই লাগু হচ্ছে জিএসটি ৷ দেশে প্রত্যক্ষ পণ্য পরিষেবা কর চালু করতে শনিবার সব সামগ্রীর উপরে কর নির্ধারণ চূড়ান্ত হল।১,২১১ টি পণ্যের উপরে কী হারে কর বসবে, তা আগেই নির্ধারণ করেছে জিএসটি কাউন্সিল। বেশির ভাগ পণ্যের ক্ষেত্রেই করের হার রাখা হয়েছে ১৮ শতাংশ বা তার নীচে। ফলে এই কর ব্যবস্থা চালু হলে নিত্যপ্রয়োজনীয় জিনিস, যেমন দানাশস্য, মাথার তেল, টুথপেস্ট, চিনি, কয়লার দাম কমবে।

এদিন জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেন, সোনার উপর ৩ শতাংশ কর ৷ ৫০০ টাকার নীচে জুতোর উপর ৫‍% কর ৷ ৫০০ টাকার ওপর জুতোর উপর ১৮% ৷ বিড়ির উপর ২৮ শতাংশ কর ৷ সিল্ক,জুট,কটনের উপর ৫ % কর ধার্য হয়েছে ৷ বিড়িতে ২৮ শতাংশ হারে জিএসটি ধার্য করা হলেও সিগারেটের ক্ষেত্রে তার পরিমাণ কত হবে, তা আগামী ১১ জুন জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠকে ঠিক হবে ৷

First published: June 21, 2017, 8:12 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर