#নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। ২ জুন সোনিয়ার কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। গৃহ পর্যবেক্ষণেই ছিলেন তিনি। রবিবার তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এই খবর জানিয়েছেন৷
কংগ্রেস মুখপাত্র লিখেছেন, "করোনা আক্রান্ত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে রাখা হয়েছে। যার ওঁর শারীরিক সুস্থতা কামনা করেছেন, তাঁদের আমরা ধন্যবাদ জানাই।”
গত ১ জুন ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধি ও সোনিয়া গান্ধিকে তলব করেছিল ইডি। ৮ জুন ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল সোনিয়ার। তবে কোভিড আক্রান্ত হওয়ায় তা নিয়ে সংশয় দেখা দেয়। এই মুহূর্তে দলনেত্রীর হাসপাতালে ভর্তির খবরে দলের নেতাকর্মীরা উদ্বিগ্ন৷ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sonia Gandhi