#নয়াদিল্লি: গত ৫ বছরে জীবন বিমা নিগম (LIC)-এর নন-পারফর্মিং অ্যাসেটস (এনপিএ)-র পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার কোটি টাকা৷ ৫ বছর আগে ছিল ১৫ হাজার কোটি টাকা৷ অর্থাত্ দ্বিগুণ হয়ে গিয়েছে৷ এলআইসি-র এই বিপুল পরিমাণ অনাদায়ী ঋণের বোঝা বৃদ্ধিতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ আশঙ্কা প্রকাশ করলেন যাঁরা এলআইসি-তে ভবিষ্যতের জন্য টাকা বিনিয়োগ করেছেন, তাঁদের বিষয়েও৷
রাহুল ট্যুইটারে লিখেছেন, 'কয়েক কোটি সত্ ব্যক্তি এলআইসি-তে বিনিয়োগ করেছেন, কারণ তাঁরা ভরসা করেন৷ কিন্তু মোদি সরকার ওই মানুষগুলোর ভবিষ্যত্ নিয়ে খেলা করছে৷ মানুষের বিশ্বাস নিয়ে খেলছে৷ এর পরিণাম মারাত্মক হতে পারে৷'
Crores of honest people invest in LIC because they trust it. The Modi Govt is risking their future by damaging LIC & destroying the trust the public has in it. These short sighted actions create panic & can have catastrophic consequences. https://t.co/F0dmk5t5uB
— Rahul Gandhi (@RahulGandhi) January 22, 2020
ব্যাঙ্কগুলির মতো LIC-ও বিভিন্ন কর্পোরেট সংস্থাকে ঋণ দেয়৷ এলআইসি-তে বিনিয়োগকারীদের অর্থেই সেই ঋণ দেয়৷ কিন্তু দীর্ঘ দিন ধরে সংস্থাগুলি ঋণের টাকা ফের না-দাওয়ায় ৩০ হাজার কোটি টাকা অনাদায়ী ঋণের বোঝা চেপে গিয়েছে৷ ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এলআইসি-র অনাদায়ী ঋণ ৬.১০ শতাংশ বেড়ে গিয়েছে৷
রিপোর্টে দেখা যাচ্ছে, এলআইসি-র সবচেয়ে বেশি অনাদায়ী ঋণ রয়েছে ডেকান ক্রনিক্যাল, এসার পোর্ট, গ্যামন, IL&FS, ভূষণ পাওয়ার, ভিডিয়োকন ইন্ডাস্ট্রিজ, অলোক ইন্ডাস্ট্রিজ, অ্যামটেক অটো, এবিজি শিপইয়ার্ড, ইউনিটেক ইত্যাদি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: LIC NPA, LIC policy, Rahul Gandhi