#ViralVideoপ্রিয়াঙ্কা চোপড়া কি কংগ্রেসে যোগ দিলেন!ভরা বৈঠকে 'পিসি'-র নামে জিন্দাবাদ কংগ্রেস নেতার

#ViralVideoপ্রিয়াঙ্কা চোপড়া কি কংগ্রেসে যোগ দিলেন!ভরা বৈঠকে 'পিসি'-র নামে জিন্দাবাদ কংগ্রেস নেতার
Photo Collected
  • Share this:

#মুম্বই: চলছিল মিটিং৷ প্রচুর কর্মী-সদস্যদের ভিড়ের মাঝে হঠাৎ প্রিয়াঙ্কা চোপড়ার নামে জিন্দাবাদ বললেন কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার৷ নিজের বক্তব্য শেষ করতে গিয়ে সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা চোপড়ার নামে স্লোগান তুললেন নেতা৷ বৈঠকে উপস্থিত সকলে একেবারে তাজ্জব বনে গেলেন৷ বুঝতে পারলেন না কোন প্রিয়াঙ্কার কথা বলা হচ্ছে৷ তবে নিজেই এইভাবে হাত তুলে স্লোগান তোলার পর নিজেও থমকে গেলেন নেতা৷ বেশ বুঝতে পারলেন একটা বড় গোল পাকিয়ে বসেছেন তিনি৷ প্রিয়াঙ্কা ভাঢরা গান্ধির বদলে বলে বসেছেন প্রিয়াঙ্কা চোপড়ার নাম! ব্যাস ভিডিও ভাইরাল হতে সময় লাগল কয়েক মুহূর্ত৷

বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের দিল্লি উইনিটের প্রধান সুভাষ চোপড়া৷ অন্য নেতার এমন মারাত্মক ভুলে তিনিও হকচকিয়ে গেলেন৷ পরিস্থিতি কিছুটা সামলানোর চেষ্টা করেন তিনি৷ তবে ততক্ষণে যা হবার তাই হয়েছে৷ এরপর বিভিন্ন ভাবে ট্রোলের মুখে পড় কংগ্রেস দল৷ তাহলে কি প্রিয়াঙ্কা চোপড়া এবার যোগ দিচ্ছেন কংগ্রেসে? এমনই প্রশ্নই বারবার করে তুলে ধরলেন নেটিজেনরা৷

আরও পড়ুন ঘর ভর্তি শ্বশুরবাড়ির আত্মীয়, তার মধ্যেই নতুন বরের কোলে বসে ফোটোশ্যুট জুনের! দেখুন অ্যালবাম

First published: December 2, 2019, 8:53 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर