#নয়াদিল্লি: বিরোধী দলের নেতাদের নিয়ে একসঙ্গে কাশ্মীর যেতে চাই৷ আপনার উষ্ণ নিমন্ত্রণ গ্রহণ করে জম্মু-কাশ্মীর ও লাদাখ সফর করতে চাই৷ আমাদের এয়ারক্রাফ্ট লাগবে না৷ শুধু স্বাধীন ভাবে সফর ও কাশ্মীরের মানুষ, রাজনৈতিক নেতা ও আমাদের সেনার সঙ্গে কথা বলতে দিতে হবে৷ জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে এ ভাবেই ট্যুইটারে জবাব দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷
Dear Governor Malik,
A delegation of opposition leaders & I will take you up on your gracious invitation to visit J&K and Ladakh.
We won’t need an aircraft but please ensure us the freedom to travel & meet the people, mainstream leaders and our soldiers stationed over there. https://t.co/9VjQUmgu8u
Loading...— Rahul Gandhi (@RahulGandhi) August 13, 2019
যাবতীয় বাকযুদ্ধের সূত্রপাত সোমবার৷ ওই রাহুল মন্তব্য করেন, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ঠিক নেই৷ একাধিক জায়গায় হিংসার খবর এরপরই রাহলকে উদ্দেশ্য করে রাজ্যপাল সত্যপাল মালিক বলেন, 'আমি রাহুল গান্ধিকে আমন্ত্রণ জানাচ্ছি কাশ্মীরে আসার৷ আমি বিমান পাঠাবো৷ সেই বিমানে ঘুরে তিনি পরিস্থিতি দেখুন, তারপর কথা বলুন৷ আপনি দায়িত্বজ্ঞানসম্পন্ন মানুষ৷ আপনার এরকম মন্তব্য করা উচিত নয়৷'
পাল্টা ট্যুইটে রাহুল লেখেন, 'আমি এবং বিরোধীদের একটি প্রতিনিধিদল আপনার উষ্ণ আমন্ত্রণ গ্রহণ করে কাশ্মীর যাবো৷ আমাদের বিমান লাগবে না৷ শুধু স্বাধীন ভাবে ঘুরতে দেবেন, কাশ্মীরের মানুষের সঙ্গে কথা বলতে দেবেন, সেনার সঙ্গে কথা বলব৷'