#নয়াদিল্লি: ভারত বর্তমানে 'মোদি-মেড ডিজাস্টার'-এর কবলে৷ বুধবার ট্যুইটারে কেন্দ্রীয় সরকারকে এ ভাবেই নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ এখানেই শেষ নয়, কী কী বিপর্যয়ের মধ্যে ভারত, তার তালিকা প্রস্তুত করেছেন তিনি৷
রাহুল ট্যুইটারে বিপর্যয়ের যে তালিকা প্রস্তুত করেছেন তা হল, জিডিপি -২৩.৯ শতাংশ৷ ঐতিহাসিক ভাবে কম৷ বেকারত্বের হার গত ৪৫ বছরে সবচেয়ে বেশি৷ ১২ কোটি মানুষ কাজ খুইয়েছেন৷ রাজ্যগুলিকে জিএসটি বাবদ পাওনা দিচ্ছে না৷ প্রতিদিনের নিরিখে বিশ্বের সবচেয়ে বেশি COVID-19 আক্রান্ত ও মৃত্যু ভারতে৷ সীমান্তে বিদেশি শক্তির আগ্রাসন৷
India is reeling under Modi-made disasters:
1. Historic GDP reduction -23.9% 2. Highest Unemployment in 45 yrs 3. 12 Crs job loss 4. Centre not paying States their GST dues 5. Globally highest COVID-19 daily cases and deaths 6. External aggression at our borders — Rahul Gandhi (@RahulGandhi) September 2, 2020
চিন সেনার আগ্রাসন, দেশের অর্থনীতি-সহ একাধিক ইস্যুতে প্রতিদিনই নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করছেন রাহুল৷ গত ত্রৈমাসিকের জিডিপি-র শোচনীয় রেজাল্টের পরে রাহুল লিখেছিলেন, 'জিডিপি -২৩.৯ শতাংশ৷ ভারতের অর্থনীতি ধ্বংসের শুরু হয়েছিল নোটবন্দি থেকে৷ সেই থেকেই সরকার একের পর এক ভ্রান্ত নীতি শুরু করেছে৷'
মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যম ইতিমধ্যেই জানিয়েছেন, টানা লকডাউনের জেরে অর্থনীতির এই দশা৷ লকডাউন ওঠার পরে 'V' শেপ রিকভারি হবে অর্থনীতির৷ অর্থাত্ একেবারে তলানিতে ধাক্কা খেয়ে ফের উঠবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi, Rahul Gandhi