Home /News /national /

ভোটের ফল পক্ষে না-হলে কংগ্রেসের সঙ্গে জোটে সংশয় রয়েছে, হুঁশিয়ারি জেডিএস-এর

ভোটের ফল পক্ষে না-হলে কংগ্রেসের সঙ্গে জোটে সংশয় রয়েছে, হুঁশিয়ারি জেডিএস-এর

জেডিএস নেতা এইচডি কুমারস্বামী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি - ফাইল ছবি

জেডিএস নেতা এইচডি কুমারস্বামী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি - ফাইল ছবি

বিরোধী ঐক্য নিয়ে যখন তোড়জোড় তুঙ্গে তখন CNN-News18-কে জনতা দল (সেক্যুলার) মুখপাত্র তনভির আহমেদ বললেন, 'যদি ভোটের ফল আমাদের পক্ষে না-যায়, তা হলে কর্নাটকে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে সংশয় রয়েছে৷'

 • Share this:

  #নয়াদিল্লি: ভোটের ফল নিয়ে চাপানউতর, উত্তেজনার মাঝেই দিল্লির কন্সস্টিটিউশন ক্লাবে বৈঠক করছে বিরোধী নেতৃত্ব৷ টিডিপি (তেলুগু দেশম পার্টি) সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডুর উদ্যোগে ওই বৈঠকে যোগ দেন ডিএমকে নেত্রী কানিমোঝি, বিএসপি নেতা দানিশ আলি, রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা অশোক গেহলট, কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি ও অন্যান্যরা৷

  সোমবার কলকাতায় কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন চন্দ্রবাবু৷ লখনৌয়ে বিএসপি সুপ্রিমো মায়াবতীর বাড়িতে গিয়ে ভবিষ্যত্‍‌ রণনীতি নিয়ে বৈঠক সেরেছেন এসপি সুপ্রিমো অখিলেশ যাদব৷ বিরোধী ঐক্য নিয়ে যখন তোড়জোড় তুঙ্গে তখন CNN-News18-কে জনতা দল (সেক্যুলার) মুখপাত্র তনভির আহমেদ বললেন, 'যদি ভোটের ফল আমাদের পক্ষে না-যায়, তা হলে কর্নাটকে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে সংশয় রয়েছে৷'

  অন্যদিকে ফল-পরবর্তী রাজনীতি নিয়ে আপ নেতা সঞ্জয় সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন অখিলেশ৷ বৈঠকের পরে সংবাদসংস্থা ANI-কে সঞ্জয় সিং বলেন, 'রেজাল্ট বেরনোর পরেই পরবর্তী রণনীতি ঠিক করব আমরা৷ প্রথম লক্ষ্য হবে বিজেপি সরকার গড়া আটকানো৷' একই সঙ্গে তিনি দাবি করেন, উত্তরপ্পদেশে বসপা-সপা জোট ৬০টির বেশি আসন পাবে৷ এগজিট পোল ভুল প্রমাণিত হবে৷

  First published:

  Tags: Elections 2019, Lok Sabha elections 2019

  পরবর্তী খবর